ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ নেতৃত্ব দেবে ॥ পলক

প্রকাশিত: ০৫:১৫, ৫ ডিসেম্বর ২০১৬

ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ নেতৃত্ব দেবে ॥ পলক

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ এই খাতে নেতৃত্ব দেবে। তথ্যপ্রযুক্তি খাতে তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছে। আগামীতে তারাই বাংলাদেশকে তথ্যপ্রযুক্তিতে অনেক দূর এগিয়ে নেবে। ভিশন ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তিতে দেশ উন্নত দেশগুলোর সঙ্গে সমান তালে চলতে পারবে। একদিন বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে বিশ্বে নেতৃত্ব দেবে। রবিবার দুপুরে রাজধানীর গ্রামীণফোন কার্যালয়ে ‘ডেমু ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে চাই। আর্থিক ও টেকনিক্যাল সহায়তা দেয়ার জন্য আমরা তৈরি। নতুন উদ্যোক্তারা কি করতে চান তারা যদি আমাদের সঙ্গে আলোচনা করেন তাহলে সহজেই নানা পদক্ষেপ নেয়া সম্ভব। ইতোমধ্যে নতুন উদ্যোক্তাদের জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে। দেশে অনেক তথ্যপ্রযুক্তিবিদও তৈরি হয়েছে। ২০২১ সালের আগেই দেশে ৭৫ হাজার তথ্যপ্রযুক্তিবিদ গড়ে তোলা হবে। এ জন্য সারাদেশেই ট্রেনিং প্রোগ্রাম চলছে। ইউনিয়ন থেকে শুরু করে রাজধানী পর্যন্ত ট্রেনিং প্রোগ্রাম চালু করা হয়েছে। বিভিন্ন বেসরকারী সংস্থা থেকেও তথ্যপ্রযুক্তিবিদ তৈরি হচ্ছে।
×