ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌরশক্তির জ্যাকেট

প্রকাশিত: ০৫:১৩, ৫ ডিসেম্বর ২০১৬

সৌরশক্তির জ্যাকেট

পথ চলতে চলতে স্মার্টফোনের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে। অথচ তখনই ফোন করা সবচেয়ে বেশি প্রয়োজন। এমনই একট সঙ্কট থেকে মুক্তি দিতে জাপানের এক ডিজাইনার সৌরশক্তি চালিত জ্যাকেট উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে স্মার্টফোনসহ ও অন্যান্য ডিভাইসের ব্যাটারি চার্জ করা সম্ভব হবে। তবে জ্যাকেটের মূল্য পড়বে দুই হাজার ৪৮০ ডলার। এই জ্যাকেটের পেছনে চারটি বড় সোলার প্যানেল এবং সামনে দুটি প্যানেল রয়েছে, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে। পুরুষের ফ্যাশনের ক্ষেত্রে জুনিয়া ওয়ানাবি অদ্ভুত স্বভাব বিশিষ্ট বলে বিবেচিত। তিনি তার এ নতুন উদ্ভাবনের জন্য বেশ সুনাম অর্জন করেছেন। স্মার্টফোনের ব্যাটারির পর্যাপ্ত পরিমাণ চার্জের জন্য কত সময় নতুন উদ্ভাবিত এ জ্যাকেট পরে থাকতে হবে সেটি এখনও স্পষ্ট নয়। তবে জুনিয়া ওয়ানাবি বলছেন, একটু বেশি সময়ই লাগবে এবং স্মার্টফোন নিয়ে কেউ বাইরে থাকলে সম্ভবত কোন সমস্যা হবে না।
×