ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ॥ চট্টগ্রাম আবাহনী ১-০ আরামবাগ

শিরোপাস্বপ্ন টিকে থাকল চট্টগ্রাম আবাহনীর

প্রকাশিত: ০৬:২৭, ৪ ডিসেম্বর ২০১৬

শিরোপাস্বপ্ন টিকে থাকল চট্টগ্রাম আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ লীগ শেষ হতে আর খুব বেশি বাকি নেই। শিরোপা জেতার লড়াইয়ে টিকে থাকতে হলে যেমন নিজেদের সব ম্যাচেই জিততে হবে, তেমনি অন্যদের বিশেষ করে নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলের হারের অপেক্ষাতেও থাকতে হবে। দ্বিতীয় ব্যাপারটি যেহেতু নিজেদের হাতে নেই। তাই প্রথম ব্যাপারটি বাস্তবায়ন করাটাই হলো আসল বিষয়। আর সে কাজটিই করেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে জিতেছে তারা। তবে তা অনেক ঘাম ঝরিয়ে। শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে তারা ১-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। ম্যাচের একমাত্র গোলটি করেন চট্টগ্রাম আবাহনীর নাইজিরিয়ান ডিফেন্ডার এলিসন উদোকা। লীগের প্রথম লেগের মোকাবেলায় দু’দল গোলশূন্য ড্র করেছিল। ৫ মিনিটে আবাহনীর বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শট নেন আরামবাগের ফরোয়ার্ড জাফর ইকবাল। কিন্তু তার নেয়া শটটি অল্পের জন্য জালে ঢোকেনি। ২৮ মিনিটে গোল করে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। দলীয় অধিনায়ক মামুনুল ইসলামের কর্নারে বক্সে লাফিয়ে উঠে চমৎকার হেডে বল পাঠান আবাহনীর নাইজিরিয়ান ডিফেন্ডার এলিসন উদোকা (১-০)। ৪১ মিনিটে আরামবাগের ফরোয়ার্ড সাজিদুর রহমান সাজিদকে ডানপ্রান্ত দিয়ে দর্শনীয় স্কয়ার পাস দেন ফরোয়ার্ড আবু সুফিয়ান সুফিল। আবাহনীর পোস্টের খুব কাছেই ছিলেন সাজিদ। বলটা পায়ে ঠেলে দিতে পারলেই নিশ্চিত গোল করতে পারতেন তিনি। কিন্তু সেই সহজ কাজটিই করতে পারলেন না তিনি। ৬৭ মিনিটে বক্সের কাছাকাছি ফ্রি কিক পায় আরামবাগ। জাফর ইকবালের শট জড়ায়নি জালে। সতীর্থর কাছ থেকে পাস পায়ে বুকে বল রিসিভ করে শট নেন আরামবাগের ডিফেন্ডার মনসুর আমিন। কিন্তু তার কৌণিক শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭১ মিনিটে আবাহনীর মরোক্কান মিডফিল্ডার তারিক আল জানাবির তীব্র শট আরামবাগের ডান পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন আবাহনীর তারকা উইঙ্গার জাহিদ হোসেন। তবে এই ম্যাচে বলতে গেলে নিষ্প্রভই ছিলেন তিনি। ব্যর্থ হন কোচের আস্থার প্রতিদান দিতে। ৭৫ মিনিটে আবাহনীর সোহেল রানার ভলি অল্পের জন্য জড়ায়নি জালে। ৮৩ মিনিটে বক্সের খুব কাছেই ফ্রি কিক পায় আরামবাগ। কিন্তু মানব দেয়াল তৈরি করতে গিয়ে আরামবাগের খেলোয়াড়দের ফাউল করতে থাকেন চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা। হলুদ কার্ড দেখেন তারিক আল জানাবি ও জাহিদ। শেষ পর্যন্ত জয় ও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শিরোপার দ্বৈরথে টিকে থাকা চট্টগ্রাম আবাহনী।
×