ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কোহলি এখন আরও আত্মবিশ্বাসী

প্রকাশিত: ০৬:১৪, ১ ডিসেম্বর ২০১৬

কোহলি এখন আরও আত্মবিশ্বাসী

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো উপমহাদেশের বড় দলগুলোর বিপক্ষে অভিযোগ, বিদেশের মাটিতে তারা যেন ‘বাঘের মাসি বিড়াল’! অতীতে বারবার সেটি দেখা গেছে। এই তো দু’দিন আগে নিউজিল্যান্ড সফরে গিয়ে দুর্ধর্ষ পাকিস্তানও ২-০তে ‘হোয়াইটওয়াশ’ হয়েছে। ভারত কিন্তু সেই ধারা থেকে বেরিয়ে এসেছে। বিশেষ করে কোহলির ভারত। সেই অস্ট্রেলিয়া সফরে মহেন্দ্র সিং ধোনি সাদা পোশাক খুলে রাখার পর দায়িত্ব পেয়েছেন। এরপর টানা চারটি সিরিজ জিতেছেন, যার দুটিই বিদেশের মাটিতে। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করে ফিরেছে বিরাট কোহলির দল। এবার ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে ২-০তে এগিয়ে। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সুপার কোহলি। মোহালিতে তৃতীয় টেস্টে চারদিনেই পাওয়া ৮ উইকেটের জয়ে সবাই অবদান রেখেছেন। কোহলির পাশাপাশি রান পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, পার্থিব প্যাটেল, জয়ন্ত যাদব। অশ্বিন, জয়ন্ত, জাদেজারা উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। এক কথায় একটা টিম হয়ে খেলছে ভারত। অধিনায়ক কোহলি তাই অনেক বেশি আত্মবিশ্বাসী। তার দল এখন যে কেন কন্ডিশনে যে কোন দলকে হারাতে সক্ষম বলে মনে করেন ভারতীয়দের নতুন শচীন টেন্ডুলকর। কোহলি বলেন, ‘মোহালিতে আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি। ক্রমশ আত্মবিশ্বাসী হচ্ছি। ইংল্যান্ড টস জেতার পর তাদের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছিলাম, তাতে আমি সত্যি অবাক হয়েছিলাম। কারণ তখনও মাঠের খেলা বাকি। আর ওটাই আমাদের জয়ের তাগিদ বাড়িয়ে দিয়েছিল।’ প্রথম ইনিংসে ইংলিশদের ২৮৩ রানে গুটিয়ে দেয়ার পর এক পর্যায়ে ২০৪ রানে ৬ উইকেট হারায় ভারত। এরপর তাদের সংগ্রহ দাঁড়ায় ৪১৭। সাত, আট ও নয় নম্বরে নেমে হাফ সেঞ্চুরি হাঁকান অশ্বিন (৭২), জাদেজা (৯০) ও জয়ন্ত (৫৫)। অধিনায়ক বলেন, ‘লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের অবদানে আমি গর্বিত। যেটা প্রতিপক্ষকে চাপে ফেলেছে। অশ্বিন চ্যাম্পিয়ন, সেরা অলরাউন্ডার, জাদেজাও সেরা দশে রয়েছে, আর জয়ন্ত ওর প্রথম টেস্টেই দেখিয়েছে সে দারুণ প্রতিভাবান। বোলিংয়ের সময় আমাকে ও ওর প্রয়োজন মতো ফিল্ডিং সাজানোর কথা বলেছে।’ মোহালির পিচ ছিল খুবই স্পোর্টিং। সেখানে টসে হেরে এভাবে প্রতিপক্ষকে নাস্তাবুদ করার পর কোহলি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তিনি আরও যোগ করেন, ‘এক বছর আগেও বলা হত, ঘরের মাটিতে আমরা নাকি অন্যায়ভাবে জিতছি, প্রতিপক্ষকে স্পিনের ফাঁদে ফেলছি। এখন দেখি প্রশ্নটা পাল্টে গেছে। দেখুন মোহালিতে আমাদের পেসাররাও উইকেট পেয়েছে। দলের জন্য এটা খুবই ইতিবাচক।’ ব্যাটে-বলে ম্যাচসেরা জাদেজার পারফর্মেন্স ২/৫৯, ৯০ রান ও ২/৬২। তিনি বলেন, ‘আমি নিজের খেলায় সন্তুষ্ট। জানতাম ৪০-৫০টি বল টিকে গেলেই বড় ইনিংস খেলতে পারব। অফস্পিনের বিপক্ষে ঝুঁকি নেইনি। পরেরবার ৯০-এর ঘরে পৌঁছে আরেকটু সাবধান হব।’ সতীর্থ অশ্বিনে মুগ্ধ জাদেজা আরও বলেন, ‘অশ্বিন নিজের ব্যাটিংটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ৫০ উইকেটের পাশাপাশি এই মৌসুমে ৫০০’র ওপরে রান করেছে। ব্যাপারটা সহজ নয়। এখন আমিও যদি পরে নেমে নিয়মিত রান পাই তবে সেটি দলের জন্যই ভাল।’ পাঁচ টেস্টের সিরিজ। তিন ম্যাচ শেষে ভারত ২-০তে এগিয়ে। অর্থাৎ কোহলিদের সিরিজ না হারাটা নিশ্চিত বরং সিরিজ বাঁচাতে ইংল্যান্ডকে বাকি দুটি ম্যাচেই জিততে হবে। কাজটা অনেক কঠিন। ইংলিশ অধিনায়ক এ্যালিস্টার কুক বলেন, ‘টস জেতার পর প্রথম ইনিংসে ২৮০ রান করে আসলে ম্যাচ জেতা যায় না। টপঅর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ।’ ৮ ডিসেম্বর মুম্বাইয়ে শুরু চতুর্থ টেস্ট।
×