ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মহিলা এশিয়া কাপ টি২০তে পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ

এশিয়া কাপে আবারও লজ্জার হার রুমানাদের

প্রকাশিত: ০৬:১০, ১ ডিসেম্বর ২০১৬

এশিয়া কাপে আবারও লজ্জার হার রুমানাদের

স্পোর্টস রিপোর্টার ॥ এক টুর্নামেন্টে দুইবার লজ্জার সম্মুখীন হল রুমানা আহমেদের বাংলাদেশ নারী ক্রিকেট দল। দিন দিন যেন লজ্জা পাওয়ার পরিমাণ বেড়েই চলেছে। নারী এশিয়া কাপ টি২০তে বুধবার ব্যাংককে পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানেই অলআউট হয়ে গেছে রুমানারা। ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছেও। এটি আন্তর্জাতিক নারী টি২০ ক্রিকেটে কোন দলের সর্বনি¤œ স্কোর। এরআগে যেটি সর্বনি¤œ স্কোর ছিল, সেটিও বাংলাদেশেরই ছিল। সেটি এ টুর্নামেন্টেই হয়েছে। নিজেদের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। শুধুই লজ্জা মিলছে। শ্রীলঙ্কার বিপক্ষে রবিবার টুর্নামেন্টের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে খেলতে নামার আগেই লজ্জা মিলে গেছে। টস জিতে আগে ব্যাট করে কিছুই করতে পারেনি বাংলাদেশ। মুহূর্তেই গুটিয়ে যায়। ১৫.৩ ওভারেই ৪৪ রান করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। শুধু দু’জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। শুরুতে অধিনায়ক রুমানা আহমেদ ১১ রান করতে সক্ষম হন। শেষে গিয়ে জাহানারা আলম অপরাজিত ১২ রান করেন। পাকিস্তানের সানা মির একাই ৩ উইকেট তুলে নেন। পাকিস্তানতো জিতবেই। তা আগেই বোঝা গেছে। টুর্নামেন্টে ভারতের পরই শক্তিশালী দল পাকিস্তান। শিরোপার দাবিদারও। তাই বলে বাংলাদেশের এতটাই করুণ দশা হবে! এমন দুর্দশার পর পাকিস্তানের বড় ব্যবধানে জয়টিও যেন সময়ের ব্যাপারই হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ১০ ওভারও পুরো খেলতে হয়নি পাকিস্তানকে। ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান করে জিতে যায় পাকিস্তান। জাভেরিয়া খান অপরাজিত ২৬ ও ইরাম জাভেদ অপরাজিত ১৭ রান করেন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৬৪ রানে হারের পর স্বাগতিক থাইল্যান্ডকে ৩৫ ও নেপালকে ৯২ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। বুধবার পাকিস্তানের কাছে আবার লজ্জার সম্মুখীন হয়। বড় ব্যবধানে হারে। দুর্বল দল পেলেই গর্জে উঠছে বাংলাদেশের নারীরা। আর শক্তিশালী দলকে সামনে পেলেই সেই গর্জন ঠুস হয়ে যাচ্ছে। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। দেখা যাক, এই ম্যাচে কি করে বাংলাদেশ। ম্যাচটিতে জিতলেও কোন লাভ হবে না। কারণ, টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থা যে খুব ভাল নয়। টুর্নামেন্টে খেলছে মোট ৬ দল। সেই ৬টি দল হচ্ছেÑ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, স্বাগতিক থাইল্যান্ড ও নেপাল। টুর্নামেন্টের ফাইনালে খেলবে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা দুটি দল। এরই মধ্যে ভারত ও পাকিস্তান ৬ পয়েন্ট করে পেয়ে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে রেখেছে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতলে হবে ৬ পয়েন্ট। কিন্তু ভারতের সঙ্গে নেপালের ও পাকিস্তানের সঙ্গে থাইল্যান্ডের খেলা রয়েছে। স্বাভাবিকভাবেই ভারত ও পাকিস্তানের ৮ পয়েন্ট হয়ে যাবে। তাতে করে বাংলাদেশের কোনভাবেই আর ৮ পয়েন্ট হওয়ার সুযোগ নেই। তাই বলা যায়, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিই টুর্নামেন্টে বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচে এখন জয় তুলে নিতে পারলে লজ্জা নিবারণ করা যাবে। কিন্তু আবার যদি দুর্দশাতেই পড়ে বাংলাদেশ, তাহলে লজ্জা নিয়েই দেশে ফিরতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। স্কোর ॥ বাংলাদেশ-পাকিস্তান নারী ক্রিকেট ম্যাচ। টস ॥ বাংলাদেশ (ব্যাটিং)। বাংলাদেশ ইনিংস ৪৪/১০; ১৫.৩ ওভার (সানজিদা ১, নিগার ২, শায়লা ০, ফারজানা ২, রুমানা ১১, সালমা ১, ফাহিমা ০, আয়েশা ২, জাহানারা ১২*, পান্না ০, কুবরা ৫; সানা ৩/৫, আইমান ২/৯)। পাকিস্তান ইনিংস ৪৫/১; ৯.৫ ওভার (আয়েশা ২, জাভেরিয়া ২৬*, ইরাম ১৭*; কুবরা ১/১৮)। ফল ॥ বাংলাদেশ নারী দল ৯ উইকেটে পরাজিত।
×