ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাসিক নির্বাচন

প্রতীক বরাদ্দের আগেই প্রচারে সাখাওয়াত, অপেক্ষায় আইভী

প্রকাশিত: ০৫:৫৯, ১ ডিসেম্বর ২০১৬

প্রতীক বরাদ্দের আগেই প্রচারে সাখাওয়াত, অপেক্ষায় আইভী

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ নবেম্বর ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের আরও ৪ দিন বাকি। আগামী ৫ ডিসেম্বর মেয়র, কাউন্সিলর ও মহিলা ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এরপর থেকেই মূলত আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচার কাজ। কিন্তু প্রতীক বরাদ্দের আগেই দিনরাত নানা কৌশলে প্রচারে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি দলীয় মেয়রপদ প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ অনেক প্রার্থীই। দিনরাত বিভিন্ন এলাকায় গিয়ে কৌশলী প্রচারে ব্যস্ত সময় পার করছেন সাখাওয়াতসহ অন্যরা। অন্যদিকে আচরণবিধি মেনে প্রতীকের অপেক্ষায় আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী। আইভীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, আচরণবিধি মেনে প্রতীক বরাদ্দের পর থেকে অনুষ্ঠানিকভাবে প্রচারে নামবেন আইভী। তবে এর মধ্যে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের বাড়িতে সময় দিচ্ছেন। আইভীর বাড়িতে আসা নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। যাতে মনোনয়নপত্র দাখিল প্রার্থীরা লড়বেন দলীয় প্রতীকে। রবিবার মেয়র প্রার্থীদের বাছাইয়ে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী ও বিএনপি দলীয় প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৮ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ৬ জন বৈধ মেয়র প্রার্থী হচ্ছেনÑ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতী মাসুম বিল্লাহ, ইসলামী ঐক্যজোটের মুফতী আজাহারুল ইসলাম, জাসদের মোসলেমউদ্দিন, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস। এছাড়া ৩৭ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও ১৬৬ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর প্রত্যাহারের পর যারা নির্বাচনী মাঠে থাকবেন তাদেরই চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা করবে নির্বাচন কমিশন। ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৬ কাউন্সির প্রার্থী ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আবেদনে তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। তবে বাতিল হওয়ার মেয়র প্রার্থী সুলতান মাহমুদ আপীল আবেদনও তার প্রার্থিতা ফেরত পাননি। আইভীর নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ॥ আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী সারাদিন বাড়িতেই ছিলেন। তিনি কোথাও গণসংযোগের জন্য বের হননি। নৌকা প্রার্থী হওয়ায় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা তার বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং কুশল বিনিময়ের পাশাপাশি সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে মতবিনিময় করেন। আইভীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, আচরণবিধি মেনে প্রতীক বরাদ্দের পর থেকে অনুষ্ঠানিকভাবে প্রচার নামবেন আইভী। তবে এর মধ্যে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের বাড়িতে সময় দিচ্ছেন। আইভীর বাড়িতে আসা নেতাকর্মী, সমর্থক ও আত্মীয়-স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করছেন। ২০ দলের নেতাকর্মী সবাই ধানের শীষের সঙ্গে রয়েছে- সাখাওয়াত হোসেন ॥ বুধবার সকালে হাজীগঞ্জ, মাসদাইর ও কিল্লারপুল এলাকায় কৌশলে গণসংযোগ করেছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। দুপুরে কিলারপুল এলাকায় বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, আমি উন্নয়নের স্বার্থে মাঠে নেমেছি। আমি মানুষের স্বার্থে মাঠে নেমেছি। গণতন্ত্রের স্বার্থে মাঠে নেমেছি। দুঃশাসন ও মানুষের ভোটের অধিকার হরণের এই প্রতীক নৌকার বিপক্ষে এবার মানুষ গণরায় দেবে বলে আমি প্রত্যাশা করি। তিনি বলেন, আইভী নিজের দলের নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন। সে মানুষের ভোট পাবে কিভাবে সে তো নিজের নেতাকর্মীদের ভোটই পাবে না। তার দলের তৃণমূলও এবার তাকে চায়নি। দলের নেতাকর্মীরা তার সঙ্গে নেই, মানুষ তার সঙ্গে নেই। গতবার বিএনপির ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন, এবার বিএনপির একটি ভোটও তার বাক্সে যাবে না। ২০ দলের নেতাকর্মীরা সবাই ধানের শীষের সঙ্গে রয়েছে। নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত কিন্তু নারায়ণগঞ্জে শ্রমিকদের জন্য থাকার ব্যবস্থা নেই, শ্রমিকদের চিকিৎসার কোন ব্যবস্থা নেই। এখানে দেশের বিভিন্ন স্থানে থেকে শ্রমিকরা কাজ করতে আসে। আমি নির্বাচিত হলে শ্রমিকদের জন্য থাকা ও তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করব। উন্নয়নকে প্রাধান্য দিয়েই আমি কাজ করে যাব। কাজের ক্ষেত্রে দল, ব্যক্তিকে কখনই প্রাধান্য দেব না। এদিকে রিটার্নিং কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব পদক্ষেপ নেয়া হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গেফতারে আইনশৃঙ্খলা বাহিনী কমিটির সভা হয়েছে। সেখানে এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাতিল হওয়া ৬ প্রার্থী আপীল আবেদনে প্রার্থিতা বহাল ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর বাতিল হওয়া ছয় কাউন্সিলর প্রার্থীর আপীল আবেদনে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত ২৯ নবেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার বরাবরে তারা আপীল আবেদন করেন। তবে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের মনোনয়নপত্র আপীল বিভাগেও খারিজ করে দিয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। আপীল আবেদনে যারা প্রার্থিতা ফিরে পেলেন তারা হলেনÑ ২নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সুমি বেগম, ২নং ওয়ার্ডের সুমন কাজী, ৮নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন, ১৩নং ওয়ার্ডের মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, একই ওয়ার্ডর শাহ্ ফয়েজউল্লা ফয়েজ ও ২০নং ওয়ার্ডের শাহেন শাহ। নির্ধারিত সংখ্যক ভোটারের স্বাক্ষর না থাকায়, সিটি কর ও ব্যাংকের কাছে ঋণ খেলাপীর কারণে মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থী সুলতান মাহমুদ ও ১ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীসহ ৬ কাউন্সিলর প্রার্থী ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপীল আবেদন করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার এখনও শুরু হয়নি। বিধি মোতাবেক ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। তবে আচরণ বিধি লঙ্ঘন করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অনেকেই নানা কৌশলে প্রচার চালাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে নামতে না পারলেও তাদের পক্ষে ভিন্ন আঙ্গিকে প্রচার চালাচ্ছেন সমর্থকরা। কোন বিধি নিষেধ না থাকায় সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকেও চলছে প্রচার। সম্ভাব্য মেয়র প্রার্থীরা এখনও প্রতীক না পেলেও তাদের প্রতীক সংবলিত পোস্টার শোভা পাচ্ছে সমর্থকদের ফেসবুকের পেজে।
×