ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে হানাদারমুক্ত দিবস পালন

প্রকাশিত: ০৪:১৯, ৩০ নভেম্বর ২০১৬

পঞ্চগড়ে হানাদারমুক্ত দিবস পালন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার পঞ্চগড়ে পাক হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী পাকহানাদার বাহিনীকে পরাজিত করে দেশের উত্তরের জেলা পঞ্চগড়কে মুক্ত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় বধ্যভূমিতে পূষ্পস্তবক অর্পণ শেষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সরকারী কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক অমল কৃষ্ণ ম-লের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম আজম, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল ও সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল হসলাম। কাইয়ুম সভাপতি জাফর সম্পাদক বরিশাল ভার্সিটি শিক্ষক সমিতি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আব্দুল কাইয়ুম সভাপতি এবং আবু জাফর মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ভোটগণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে কাইয়ুম-জাফর প্যানেল ১৫টি পদের মধ্যে ১৩টি পদে জয়লাভ করেছে। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি ফাতেমা-তুজ-জোহরা, যুগ্মসাধারণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান, ট্রেজারার পদে লোকমান হোসেন, সদস্য পদে ইলিয়াস মাহমুদ, আতিকুল হক ফরাজী, সরদার কায়সার আহমেদ, সিরাজ সাদিক, মাসুম সিকদার, সাদেকুর রহমান, ইশরাত জাহান সঞ্চারী, জোর্তিময় বিশ্বাস, সমীরণ রায় ও এটিএম রফিকুল ইসলাম। সোলার প্যানেল বিতরণ নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৯ নবেম্বর ॥ প্রধানমন্ত্রীর ‘সেøøাগান ঘরে ঘরে বিদ্যুত’এ কর্মসূচীকে সামনে রেখে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় সীতাকু-ের মুরাদপুর এলাকায় সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ দিদারুল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ খুরশেদ মেম্বার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ নেতা নাজমুল বারি পিন্টু। শিশু মৃত্যুবিষয়ক কর্মশালা সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ২৯ নবেম্বর ॥ মঙ্গলবার ভুঞাপুর উপজেলা অডিটরিয়াম সভা কক্ষে মাতৃ, নবজাতক ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্য অধিদফতরের আইএমসিআই এর উদ্যোগে কোইকা ও ইউনিসেপ-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সামার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, হোসনে আরা বেবি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
×