ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কায়ার থেকে খাদিজাকে সিআরপিতে স্থানান্তর

প্রকাশিত: ০৮:৫৮, ২৯ নভেম্বর ২০১৬

স্কায়ার থেকে খাদিজাকে সিআরপিতে স্থানান্তর

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বখাটে বদরুলের চাপাতির আঘাতে আহত সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে সিআরপিতে স্থানান্তর করা হয়েছে। স্কয়ারে ৫৬ দিন চিকিৎসা গ্রহণ শেষে সোমবার সকাল সাড়ে দশটার দিকে খাদিজাকে একটি এ্যাম্বুলেন্সে করে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) নিয়ে যাওয়া হয়। এ সময় খাদিজার সঙ্গে ছিলেন তার বাবা-মা এবং কয়েক নার্স। খাদিজার বাবা মাসুক মিয়া জানান, স্কয়ারের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে সোমবার তাকে সিআরপিতে নিয়ে যাওয়া হয়। খাদিজার শারীরিক অবস্থার উন্নতি হলেও তার বাঁ হাত ও পা এখনও অবশ হয়ে আছে। এ জন্য তাকে সিআরপিতে ফিজিওথেরাপি দেয়া হবে। এর আগে রবিবার স্কয়ার হাসপাতালের পরিচালক মেডিক্যাল সার্ভিসেস অধ্যাপক ডাঃ মির্জা নাজিম উদ্দিন বলেন, খাদিজার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভাল। মেডিক্যাল বোর্ড খাদিজার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখেছে, তার জেনারেল ও নিউরাল অবস্থা ভাল হয়েছে। তাকে এখন আর স্কয়ার হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন নেই।
×