ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৪ টেনিসে বাংলাদেশের উৎস-সাবিহা জয়ী

প্রকাশিত: ০৬:০৭, ২৯ নভেম্বর ২০১৬

অনুর্ধ-১৪ টেনিসে বাংলাদেশের উৎস-সাবিহা জয়ী

স্পোর্টস রিপোর্টার ॥ ‘বেঙ্গল প্লাস্টিক্স এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা’র প্রথম দিনে বালক এককে জিতেছে বাংলাদেশের উৎস জুনাইদ। একইভাবে বালিকা এককে জিতেছে ফাবিহা লামিসা সূচনা। দুজনেই পৌঁছেছে পরবর্তী রাউন্ডে। সোমবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালক এককের অনুর্ধ-১৪ বিভাগের খেলায় ভারতের লেস্টন ভাস বাংলাদেশের রুমান হোসেনকে, বাংলাদেশের উৎস জুনাইদ ভারতের সাইন তোকাশকে, দক্ষিণ কোরিয়ার ডোজেন পাক বাংলাদেশের মোঃ সাকিবকে, বাংলাদেশের জুয়েল রানা স্বদেশী ফরিদুর রেজাকে, বাংলাদেশের সৈকত শাহরিয়ার স্বদেশী মোঃ ফরহাদ ইসলামকে, বাংলাদেশের মোঃ জাহিদ স্বদেশী রাকিব হোসেনকে, সিঙ্গাপুরের তিমোথি লিম দক্ষিণ কোরিয়ার জিয়ং ইউ কিমকে এবং লাওসের ফাঠিকন কানিয়াফান বাংলাদেশের সাইফুল মিজানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে; বালিকা এককে বাংলাদেশের ফাবিহা লামিসা সূচনা সিঙ্গাপুরের দেবরাহ ইউ জুন লিমকে, বাংলাদেশের সুস্মিতা সেন স্বদেশী সুমাইয়া হোসেনকে এবং দক্ষিণ কোরিয়ার ইউন জি জাং বাংলাদেশের মাসফিয়া আফরিনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। জেএফএ মহিলা ফুটবলে নারায়ণগঞ্জের জয় স্পোর্টস রিপোর্টার ॥ চলমান ‘জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এ সোমবার ফরিদপুরের শেখ জামাল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নারায়ণগঞ্জ জেলা দল ৪-০ গোলে হারায় ফরিদপুর জেলা দলকে। বিজয়ী দলের তামান্না, শ্রাবণী, সালেহা ও অহনা ১টি করে গোল করে। ফরাশগঞ্জ হারাল বর্ণক সমাজকে স্পোর্টস রিপোর্টার ॥ গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকিতে সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে অনায়াস জয় কুড়িয়ে নিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে। জয়ী দলের বন্ধন জোড়া গোল করেন। এছাড়া ১টি করে গোল করেন রাহাজ ও এনামুল। বিজিত দলের একমাত্র গোলটি করেন আশরাফুল। গত শনিবার বর্ণক সমাজ পুলিশের কাছে ১৪-২ গোলের বড় ব্যবধানে হেরেছিল। আবার বেন স্টোকস! স্পোর্টস রিপোর্টার ॥ কথায় আছে, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।’ ক্রিকেট দুনিয়ার অনেক রেকর্ড ওলটপালট হলেও বেন স্টোকসের মাথা কখনই ঠা া হয় না। তাকে আউট করে কেউ উদ্যাপন করতে গেলেই তার মেজাজ সপ্তমে ওঠে! ভাবটা এমন ‘আউট করেছ বলেই নাচানাচি করতে হবে নাকি!’ বাংলাদেশ সফরে তামিমসহ কয়েক ক্রিকেটারের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন বদরাগী হিসেবে পরিচিত ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। সে জন্য তাকে একটি ডিমোরিট পয়েন্টসহ তিরস্কৃত হতে হয়। এরপর ভারত সফরে গিয়েও এবার তিরস্কৃত হতে হলো স্টোকসকে। ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাগ্বিত ায় জড়িয়ে দ্বিতীয়বারের মতো আইসিসির তিরস্কার শুনতে হলো এই তারকা ইংলিশ অল-রাউন্ডারকে। মোহালি টেস্টের প্রথম দিনে ব্যক্তিগত ২৯ রানে রবীন্দ্র জাদেজার বল মাঠের বাইরে পাঠাতে গিয়ে টাইমিং মিস করে স্টাম্পিংয়ের শিকার হন স্টোকস। স্বাভাবিকভাবেই উদ্যাপন শুরু করে ভারতীয় ক্রিকেটাররা। মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুড়ে অধিনায়ক কোহলির উদ্যাপনটা একটু হয়ত আলাদাই ছিল। আর এতেই রেগে আগুন হয়ে যান স্টোকস! কোহলির দিকে তেড়ে যান স্টোকস। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। মাঠ ছাড়তে ছাড়তে বাজে মন্তব্য করতেও ছাড়েননি স্টোকস। তার এই অখেলোয়াড়সুলভ আচরণ আম্পায়ারদের নজরে আনেন কোহলি। দিন শেষে এই অভিযোগ ম্যাচ রেফারির দফতরে পৌঁছলে তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হয়। এরপর আইসিসির ২.১.৪ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেন। ২৫ বছর বয়সী স্টোকস যথারীতি নিজের অপরাধ স্বীকার করে জরিমানা থেকে বেঁচে গেছেন। তার স্বভাব বুঝি সহজে বদলাবে না।
×