ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

রাজশাহীতে বৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

প্রকাশিত: ০৪:০২, ২৯ নভেম্বর ২০১৬

রাজশাহীতে বৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর তালাইমারি, অক্ট্রয় মোড়, কাজলা, এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে অক্ট্রয় মোড় ব্যবসায়ী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অক্ট্রয় মোড় ব্যবসা সমিতির সহসভাপতি মোঃ সালাহ উদ্দিন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সড়ক ও জনপথ বিভাগ নিরাপদ সড়কের নামে নগরীর তালাইমারি, অক্ট্র্রয় মোড় ও কাজলা, এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এই উচ্ছেদ অভিযানকে স্থানীয় ব্যবসায়ীরা সাধুবাদ জানালেও উচ্ছেদের নামে যেসব বৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এতে উক্ত এলাকায় প্রায় ১০টি বৈধ দোকান ও স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তারা। ব্যবসায়ীরা বলেন, এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সড়ক ও জনপথ বিভাগ আগাম কোন লিখিত বা মৌখিক নোটিস ছাড়াই এসব স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়। এতে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পপলু সভাপতি ও বিজন সম্পাদক নির্বাচিত খুলনা আইনজীবী সমিতি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সরদার আনিছুর রহমান পপলু পুনরায় সভাপতি ও একই পরিষদের বিজন কৃষ্ণ ম-ল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতির দুটি পদে সমন্বয় পরিষদের মোঃ মনজিলুর রহমান মল্লিক ও ঐক্য পরিষদের মোঃ শরিফুল ইসলাম জোয়ার্দ্দার (খোকন), যুগ্ম-সম্পাদক পদে ঐক্য পরিষদের এজাজুল হাসান শিকদার (মুকুট), লাইব্রেরি সম্পাদক পদে ঐক্য পরিষদের এসএম মোহিতুর রহমান (কচি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সমন্বয় পরিষদের মোঃ আরাফাত হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে সমন্বয় পরিষদের নূরুন নাহার, ফাল্গুনী ইয়াসমিন ও প্রশান্ত কুমার গাইন।
×