ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল, চমরিনের গোলে ফেনী সকারের জয়

রহমতগঞ্জকে হারিয়ে বদলা চট্টগ্রাম আবাহনীর

প্রকাশিত: ০৫:৩৯, ২৮ নভেম্বর ২০১৬

রহমতগঞ্জকে হারিয়ে বদলা চট্টগ্রাম আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ মধুর প্রতিশোধই বলতে হবে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের চলমান মৌসুমের (২০১৫-১৬) প্রথম লেগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে ২-০ গোলে হেরেছিল শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনী। ১৯ আগস্টের ওই হারের বদলা দ্বিতীয় লেগে ভালভাবেই নিয়েছে বন্দর নগরীর দলটি। রবিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রহমতগঞ্জকে সেই একই ব্যবধান অর্থাৎ ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। বিজয়ী দলের হয়ে গোল করেন চেঞ্চো ও মামুন। এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান আরও মজবুত করেছে চট্টলা আবাহনী। আর আগের ২৬ পয়েন্টসহ চার নম্বরে থেকে শিরোপাস্বপ্ন আরও ধূসর হলো রহমতগঞ্জের। অথচ এই দলটিই প্রথম লেগে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল বড় দলগুলোকে। একের পর এক পরাশক্তিদের হারিয়ে শীর্ষে উঠে গিয়েছিল কোচ কামাল বাবুর দল। তখন সবার মুখে মুখে চাউর হচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লীগের দল লিচেস্টার সিটির কথা। গত মৌসুমে লিচেস্টার সবাইকে অবাক করে ইপিএলে চ্যাম্পিয়ন হয়। রহমতগঞ্জও সে পথে হাঁটছিল। কিন্তু দ্বিতীয় লেগে এসে খেই হারিয়ে ফেলেছে দলটি। এদিকে উত্তর বারিধারার বিরুদ্ধে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ফেনী সকার। রবিবার একই স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে ফেনীর ক্লাবটি। বিজয়ী দলের হয়ে ম্যাচের ৪৮ মিনিটে জয়সূচক গোলটি করেন বিদেশী ফুটবলার চমরিন। এমএ আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচটি ছিল ম্যাড়ম্যাড়ে। প্রথমার্ধে কোন দলই গোলের তেমন ভাল সুযোগ সৃষ্টি করতে পারেনি। বিরতির পর শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। ফলস্বরূপ ৪৮ মিনিটে সংঘবদ্ধ আক্রমণ থেকে ফেনীর হয়ে জয়সূচক গোল করেন চমরিন। বাকি সময় দু’দলই বেশ কয়েকটি সুযোগ পায়। কিন্তু কাক্সিক্ষত ঠিকানা খুঁজে পায়নি কোন দলই। শেষ পর্যন্ত দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ফেনী সকার। দু’দলের প্রথম সাক্ষাতে গত ১৮ আগস্ট বারিধারাকে ৪-১ গোলে হারিয়েছিল ফেনীর ক্লাবটি। এই জয়েও পয়েন্ট তালিকায় একধাপ উন্নতি হয়েছে ফেনী সকারের।
×