ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবলিক টয়লেটের বিশেষ এ্যাপস তৈরি করছে ডিএসসিসি

প্রকাশিত: ০৫:৩১, ২৮ নভেম্বর ২০১৬

পাবলিক টয়লেটের  বিশেষ এ্যাপস তৈরি করছে ডিএসসিসি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে চলাচলকারী লাখ লাখ নাগরিকের সুবিধার্থে কোন কোন এলাকায় গণশৌচাগার রয়েছে তা জানতে বিশেষ এ্যাপস তৈরি করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রয়োজনের সময় যাতে নাগরিকদের কোন প্রকার কষ্ট করতে না হয় সেজন্য মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই এ এ্যাপটির ব্যবহারের মাধ্যমে কাছের গণশৌচাগারের খোঁজ জানা যাবে। বিভিন্ন এলাকার কোথায় কোথায় গণশৌচাগার আছে তার বিস্তারিত তথ্য এ এ্যাপসে থাকবে। শীঘ্রই এই এ্যাপসটি চালু করা হবে। রবিবার বেলা ১১টায় ডিএসসিসির নগর ভবনে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে বেসরকারী সংস্থা ওয়াটার এইডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী বলেন, এরই মধ্যে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় নতুন করে গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। তার অধিকাংশই চালু হয়েছে। বাকিগুলোও শীঘ্রই খুলে দেয়া হবে। নারী ও শিশুদের পাশাপাশি সব শ্রেণীর মানুষের কথা বিবেচনা করে গণশৌচাগারগুলো সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এ এ্যাপস ব্যবহার করে পুরুষের পাশপাশি সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারী ও শিশুরা। অনুষ্ঠানে ওয়াটার এইডের পরিচালক লিয়াকত আলী জানান, বর্তমানে প্রচারপত্রের মাধ্যমে মানুষকে গণশৌচাগারের অবস্থান জানানো হচ্ছে। শীঘ্রই এ্যাপসটি চালু হলে মোবাইলের মাধ্যমেই যে কোন জায়গা েেক এ সংক্রান্ত তথ্য জানতে পারবে। বর্তমানে ডিএসসিসি এলাকায় ২৮টি আধুনিক গণশৌচাগার রয়েছে।
×