ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডিএমপির সব থানায় চালু হচ্ছে নারী ও শিশু সহায়তা কেন্দ্র

প্রকাশিত: ০৫:৩০, ২৮ নভেম্বর ২০১৬

ডিএমপির সব থানায় চালু হচ্ছে নারী ও শিশু সহায়তা কেন্দ্র

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশের থানাগুলোতে চালু হচ্ছে নারী ও শিশু সহায়তা কেন্দ্র। তাদের আইনী সহায়তা দিতেই পর্যায়ক্রমে ডিএমপির সব থানায় আলাদাভাবে এ সেবা কেন্দ্র চালু হবে। রবিবার দুপুরে রমনা থানায় এ সেবা কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু করেছে ডিএমপি। এ সেবা কেন্দ্রকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী অধ্যক্ষ, ছাত্রীসহ অনেকে। এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, নারী ও শিশুরা এখন নির্বিঘেœ ও নির্ভয়ে লোকলজ্জার আড়ালে থেকে নিজেদের সমস্যা থানায় জানাতে পারবেন। কোন সমস্যায় পড়লে আইনী সহায়তা নিতে পারবেন। তারা সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে পারবেন। তিনি জানান, এ সেবা কেন্দ্র সার্বক্ষণিক খোলা থাকবে। আমরা পরীক্ষামূলক রমনা থানায় এ সেবা কেন্দ্র চালু করেছি। পর্যায়ক্রমে সব থানায় এ সেবা কেন্দ্র চালু করা হবে। ডিসি মারুফ হোসেন সরদার জানান, এই নারী ও শিশু সেবা কেন্দ্রের নেতৃত্বে থাকবেন একাধিক নারী উপ-পরিদর্শক (এসআই)। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্পর্শকাতর বিষয়ে নারী ও শিশুরা অনেক সময় থানায় এসে ডিউটি অফিসারদের সঙ্গে কথা বলতে লজ্জাবোধ করেন।
×