ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৈয়দ আশরাফ ফিরেছেন

প্রকাশিত: ০৫:২৪, ২৮ নভেম্বর ২০১৬

সৈয়দ আশরাফ ফিরেছেন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশে ফিরেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব হস্তান্তরের পর লন্ডনে এক মাস ছুটি কাটিয়ে রবিবার দুপুরে তিনি দেশে ফেরেন। পারিবারিক কারণে গত ২৮ অক্টোবর লন্ডনে যান সৈয়দ আশরাফ। লন্ডনে তার স্ত্রী ও একমাত্র মেয়ে বসবাস করেন। সৈয়দ আশরাফুল ইসলামের সহকারী একান্ত সচিব এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন জানান, ‘লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় এসেছেন স্যার। এখন তিনি বাসায় আছেন।’ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম ২০০৭ সালে আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরতে এগিয়ে আসেন। পরে কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক হন তিনি। টানা দুই মেয়াদে সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর এবার সভাপতিম-লীতে স্থান পেয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এসেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের কাউন্সিলে সৈয়দ আশরাফ নিজেই দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেছিলেন। কাউন্সিলের পর পারিবারিক কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে ছুটির আবেদন করেছিলেন সৈয়দ আশরাফ।
×