ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয় ॥ পরীক্ষার ফলে বিভ্রান্তি ॥ দুঃখ প্রকাশ

প্রকাশিত: ০৩:৫৭, ২৮ নভেম্বর ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয় ॥ পরীক্ষার ফলে  বিভ্রান্তি ॥  দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ২০১৪ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার প্রকাশিত ফলাফলে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রযুক্তিগত ত্রুটির কারণে এ বিভ্রান্তিতে ৯ হাজার পরীক্ষার্থীর ফলাফলে ত্রুটি হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিলে ২৪ নবেম্বর ওই ফল সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান জানান, সম্প্রতি এক পরীক্ষার্থী তার ফলাফল যাচাই করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলে ত্রুটি ধরা পড়ে। ২৭ সেপ্টেম্বর ওই পরীক্ষার প্রকাশিত ফলাফলে কিছু পরীক্ষার্থীর নম্বর বেড়ে যায় আবার কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে তা কমে গেছে, যা নজরে আসার পর সংশোধনের উদ্যোগ নেয়া হয়। মাস্টার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু স্টাফ রিপোর্টার, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের (নিয়মিত) এবং ২০১৪ সালের (অনিয়মিত ও মানোন্নয়ন) এমএ/এমএসএস/এমবিএ/এম মিউজ শেষপর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ ২৭ নবেম্বর থেকে শুরু হয়েছে এবং তা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ মাদকদ্রব্য বিক্রি ও সেবন ছেড়ে দিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এলো ডোমার উপজেলার দুই নারীসহ পাঁচ। তারা কেউ মাদক বিক্রি করতেন কেউ সেবন করতেন। রবিবার বিকেলে ৫টার দিকে ডোমার থানার আয়োজনে বোড়াগাড়ি হাট চত্বরে পুলিশের ওপেন হাউজ ডে ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে ওই পাঁচ মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার শপথ গ্রহণ করেন। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিরা হলেনÑ ডোমার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মোছাঃ বেগম মাজেদা, একই এলাকার রশিদুল ইসলাম, শ্রী নাগর চন্দ্র সরকার ও বাজার এলাকার রামনাথ প্রসাদ। শিক্ষক সমিতির সমাবেশ নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২৭ নবেম্বর ॥ মোহনগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখা উদ্যোগে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে রবিবার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেত্রকোনা জেলা শাখার সভাপতি লুৎফুর হায়দার ফকির, সহসভাপতি আব্দুর রহমান মানিক, উপজেলা সভাপতি মমতাজ জাহান, সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিলাল মিয়া প্রমুখ।
×