ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাকে মারপিট ॥ বিক্ষোভে উত্তাল মোরেলগঞ্জ

প্রকাশিত: ০৩:৫১, ২৭ নভেম্বর ২০১৬

মুক্তিযোদ্ধাকে মারপিট ॥ বিক্ষোভে উত্তাল মোরেলগঞ্জ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মুক্তিযোদ্ধা আশরাফ আলীকে মারধরের ঘটনায় নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মোরেলগঞ্জ। অভিযুক্তদের গ্রেফতার দাবিতে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এবার আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাও মাঠে নেমেছেন। শনিবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলী খান, মোরেলগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মনিরুল হক তালুকদার, আওয়ামী লীগ নেতা রবিন দত্ত, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মোকাম্মেল ফকির, গফ্ফার সুবেদার প্রমুখ তাদের বক্তব্যে মুক্তিযোদ্ধা আশরাফ আলীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু গত ৫ দিনেও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা ইউপি চেয়ারম্যান বাচ্চুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের আল্টিমেটামসহ বিজয় দিবসের সকল সরকারী অনুষ্ঠান মুক্তিযোদ্ধারা বর্জন করবে বলে ঘোষণা দেয়। একই সঙ্গে বাচ্চুকে দলীয় ও চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারের দাবি জানান বক্তারা। গত সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের কুদঘাটা বাজারে দলীয় অফিসে ডেকে নিয়ে মুক্তিযোদ্ধা আশরাফ আলীকে মারপিট করে আহত করে। জেসিআই ঢাকা সাউথের সাধারণ এ্যাসেম্বলি অনুষ্ঠিত সম্প্রতি গুলশানের এক হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ঢাকা সাউথের জেনারেল এ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সাউথের নতুন কমিটি নির্ধারণ করা হয় এদিন। এ্যাসেম্বলিতে নতুন সভাপতি মশিউর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান সভাপতি তানভীর আমান। জেনারেল সেক্রেটারি ও ট্রেজারার পদে অভিষিক্ত হয়েছেন যথাক্রমে আরিফুর রহমান ও সৈয়দ আরিফুল হক। এছাড়া জেনারেল লিগ্যাল কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন তৌফিক অপু। -বিজ্ঞপ্তি
×