ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট মঙ্গলবার

প্রকাশিত: ০৩:৪৯, ২৭ নভেম্বর ২০১৬

বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট মঙ্গলবার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যানবাহনের জন্য টার্মিনাল নির্মাণ ও বিভিন্ন ক্ষেত্রে হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করেন ফেডারেশনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চট্টগ্রামের আঞ্চলিক সভাপতি মোঃ মুছা। তিনি বলেন, দীর্ঘদিনের এ সমস্যার সমাধান ও দাবিতে তারা নিয়মতান্ত্রিকপন্থায় প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপিও দেয়া হয়েছে। শুধু আশ্বাস প্রদান করা হলেও কোন কার্যকর পদক্ষেপ গৃহীত হয়নি। এ অবস্থায় শ্রমিকরা ধর্মঘটের কর্মসূচী দিতে বাধ্য হয়েছে। ঘোষিত কর্মসূচী অনুযায়ী আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দাবিগুলোর মধ্যে রয়েছে বাস, ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলরের জন্য টার্মিনাল নির্মাণ, অটোরিক্সার জন্য পার্কিট স্পট, অনিবন্ধিত সিএনজি অটোরিক্সার রেজিস্ট্রেশন প্রদান, মালিককে দৈনিক জমা ৬শ’ টাকা নির্ধারণ এবং বিআরটিএ, শ্রম অধিদফতর ও বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের হয়রানি বন্ধ করা। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের বিভাগীয় সভাপতি হাজী রুহুল আমিন, আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ, আন্দোলন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুস সবুর, সদস্য সচিব প্রমুখ। বাগমারায় সাত সড়কের কাজ উদ্বোধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার এলজিইডির তত্ত্বাবধানে একযোগে সাতটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়ি মোড়ে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। রাস্তাগুলো হলো- হাটমাধনাগর-কাষ্টনাংলা, দৌলতপুর-কামনগর, গোপীনাথপুর-বনগ্রাম, মাঝগ্রাম-দক্ষিণ মাঝগ্রাম, খালিসপুর-নীচুপাড়া, নরদাশ-জোলাপাড়া ও বলিদাপাড়া-মদাখালী রাস্তার উন্নয়ন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনীল কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, মাড়িয়া ইউপি চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার সিংহ প্রমুখ। উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, প্রায় চার কোটি টাকা ব্যয়ে আগামী ছয় মাস মেয়াদে রাস্তাগুলো পাকাকরণ করা হবে।
×