ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিজের নামটা ছড়িয়ে দিতে চাই ॥ মারুফ

প্রকাশিত: ০৬:২০, ২৬ নভেম্বর ২০১৬

নিজের নামটা ছড়িয়ে দিতে চাই ॥ মারুফ

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল টি২০ দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু তখনও কেউ মেহেদি হাসান সিদ্দিকী মারুফকে চিনতে পারেননি। নিজেই সেজন্য অবশ্য দায়ী, তেমন কোন নৈপুণ্য দেখাতে পারেননি। ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। ফলে দেশের ক্রিকেটপ্রেমীরাও তাকে চেনেননি। কিন্তু এবার চতুর্থ বিপিএল আসরের শুরুর দিনেই নিজের নামটাকে পৌঁছে দিয়েছেন সবার মুখে মুখে। বরিশাল বুলসের বিরুদ্ধে ৪৫ বলে অপরাজিত ৭৫ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছেন। ২৮ বছর বয়সী এই ডানহাতি ওপেনার এরপর টানা রান করে যাচ্ছেন তিনি ঢাকা ডায়নামাইটসের হয়ে। এখন পর্যন্ত ৭ ম্যাচে ২৪৪ রান করে আছেন সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে। তিনি জানিয়েছেন বিপিএল শুরুর আগেই তার পরিকল্পনা ছিল এবার দারুণ কিছু করে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে নিজের নামটাকে চেনানোর। তবে এত ভাল খেলার পরও এখন পর্যন্ত জাতীয় দল নিয়ে চিন্তা করছেন না বলে জানিয়েছেন তিনি। মারুফ এখন এক বিস্ময়ের নাম হয়ে গেছেন। অনুর্ধ-১৯ দলে তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও সাকিব আল হাসানদের সঙ্গে খেলেছেন। কিন্তু তারা এগিয়ে গেছেন অনেক, হয়ে গেছেন বিশ্বমানের তারকা। বিশ্বের প্রতিটি পর্যায়ে পৌঁছে গেছে তাদের নাম। কিন্তু মারুফ হারিয়ে গেছেন অন্তরালে। সেই মারুফ অবশেষে নিজেকে চেনাতে পারলেন বিপিএল দিয়ে। এখন পর্যন্ত এ বিপিএলের ৭ ইনিংসে তিনি করেছেন ৭৫*, ২৫, ১০, ৬০, ৩৩, ৬ ও ৩৫ রান। ডায়নামাইটসের ওপেনিংটা এখন নির্ভরশীল হয়ে গেছে তার ওপর। মাত্র ৩ রান বেশি করে মোহাম্মদ মিঠুন এখন শীর্ষ ব্যাটসম্যান চলতি আসরে। মারুফ ৪০.৬৬ গড়ে ২৪৪ রান করেছেন। কিন্তু ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত অর্জনের বিষয়টি নিয়েই ভাবছেন তিনি। আর সর্বশেষ কয়েকটি ম্যাচে অবশ্য তেমন বড় ইনিংস খেলতে পারেননি মারুফ। এ বিষয়ে এ ওপেনার বলেন, ‘অবশ্যই আমার দিক থেকে হতাশাজনক। আমি প্রথমদিকের ম্যাচগুলো ক্যারি করতে পারছিলাম। কিন্তু শেষ দুটি ম্যাচ পারিনি। এটা চেষ্টা করছি। আবার যেন ধারাবাহিকতায় ফিরতে পারি।’ এমনটা হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘দলের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করতে হয়। প্রয়োজন থাকে যে স্ট্রাইক রেট বেশি নিয়ে খেলতে হবে। বড় ঝুঁকি নিতে হয়। সেটা নিতে গিয়েই হয়তো বা উইকেট হারিয়েছি আমি।’ ধারাবাহিকভাবে ভাল খেলার জন্য এখন বারবার মারুফের নাম উচ্চারিত হচ্ছে ক্রিকেটের সব পর্যায়ে সংশ্লিষ্টদের মুখে মুখে। এমনকি আসন্ন নিউজিল্যান্ড সফরে জাতীয় দলেও তাকে অন্তর্ভুক্তির সম্ভাবনা থাকতে পারে এমন গুঞ্জন শুরু হয়েছে। তবে এত বেশিদূর চিন্তা করছেন না তিনি। এ বিষয়ে মারুফ বলেন, ‘আমি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে ধারাবাহিকভাবে নিজের নামটি ছড়িয়ে দিতে চাই। আমাদের কোচ সুজন ভাইয়ের সাহায্য নিয়ে আমার ব্যাটিংয়ের ধরন আন্তর্জাতিক মানের করতে চাই।’
×