ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় পিতাকে খুন করায় ছোট ভাইকে হত্যা করল বড় ভাই

প্রকাশিত: ০৫:৪৫, ২৬ নভেম্বর ২০১৬

নওগাঁয় পিতাকে খুন করায় ছোট ভাইকে হত্যা  করল বড় ভাই

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ নবেম্বর ॥ বঁটির আঘাতে পিতা তাজিম উদ্দিন সরদারকে (৭০) খুন করায় ক্ষিপ্ত বড় ভাইয়ের শীলের আঘাতে হত্যাকারী ছোট ভাই আশরাফুল ইসলাম (২২) নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় সদর উপজেলার শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পিতা এবং পুত্রের খুনের ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক তাজিম উদ্দিন, তার বড় ছেলে বয়তুল এবং ছোট ছেলে আশরাফুল ইসলাম কমবেশি মানসিকভাবে অসুস্থ। মাঝে মাঝেই ওই পরিবারের সদস্যদের মধ্যে পাগলামি দেখা যায়। এরই ধারাবাহিকতায় ঘটনার সময় ছোট ছেলে আশরাফুল ইসলামের পাগলামি বেড়ে যায়। সে প্রচ-ভাবে উত্তেজিত হয়ে পড়ে। তাকে শান্ত করতে একটি ঘরে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। কিন্তু ওই ঘরে তাদের পিতা তাজিম উদ্দিন শুয়েছিলেন যা তারা জানত না। উত্তেজনায় সে এটাসেটা ভাংচুরের এক পর্যায় বঁটি দিয়ে পিতার পেট, দুই হাত ও মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার শুনে ঘর খুলে পিতার ওই অবস্থা দেখে বড় ছেলে বয়তুল পাথরের শিল দিয়ে ছোট ভাই আশরাফুলের মাথায় সজোরে আঘাত করে। এতে সেও মাটিতে লুটিয়ে পড়ে। হৈ চৈ শুনে প্রতিবেশীরা এসে মারাত্মক আহত অবস্থায় আশরাফুলকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মান্দা ফেরিঘাট পৌঁছলে তার মৃত্যু হয়। শুক্রবার দুপুর ১২টায় পিতা-পুত্রের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত তাজিম উদ্দিন সরদারের স্ত্রী জামিলা বেগম বাদী হয়ে এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
×