ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় অটোভ্যানের ৪ যাত্রীসহ নিহত আট

প্রকাশিত: ০৫:৪৪, ২৬ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় অটোভ্যানের ৪ যাত্রীসহ নিহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে গত ২ দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত ও তিনজন আহত হয়েছে। এর মধ্যে নাটোরের লালপুরে মালবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের চার যাত্রী, গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থী, মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল চাপায় ব্যবসায়ী, ঢাকার আশুলিয়ার ডিইপিজেড এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা পথচারী এবং মুন্সীগঞ্জে বাসের হেলপার নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, নাটোরের লালপুরে একটি মালবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের ৪জন যাত্রী নিহত এবং আরও তিন জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে লালপুর ফল বাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার চন্দ্রদাশপাড়া গ্রামের বিলু হোসেন (৭০), জুগুরীপারা গ্রামের জহুরুল ইসলাম (৫০), উত্তর লালপুরের আমিরুল ইসলাম (৫৫) এবং অপর একজনের পরিচয় পাওয়া যাযনি। আহতরা হলেন সিরাজগঞ্জের গোলাম রাব্বানী ও দক্ষিণ লালপুরের রঞ্জু, অন্য অজ্ঞাত একজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালপুর উপজেলা সদরের ফল বাজারের সামনে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-১৮-৮২০১) পেছন থেকে একটি যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১জন এবং লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরও তিনজনের মৃত্য হয়। গুরুতর আহত অপর ৩জনকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গোপালগঞ্জ ॥ সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান হাবিব (২৭) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের স্বর্ণকলি স্কুলের সামনে প্রথমে ব্যাটারিচালিত একটি ইজিবাইক পিছন থেকে একটি ধাক্কা দিলে মোটরসাইকেলসহ হাবিবুর রাস্তার উপর পড়ে যায়। পরপরই দ্রুতগতিসম্পন্ন একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং শহরের মৌলবীপাড়ার আব্দুল জব্বারের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে, হাবিবের মৃত্যুর খবর পেয়ে শিক্ষার্থীরা ক্লাস থেকে বেরিয়ে আসে এবং শিক্ষকদের সঙ্গে নিয়ে শহরে জেলা প্রশাসকের বাংলোর সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। কালকিনি, মাদারীপুর ॥ উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকায় মোটরসাইকেল চাঁপায় মোঃ আজিজুল মৃধা-(৪৭) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী কালাই সরদারের চড় গ্রামের কছির উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করে। এলাকা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কালাই সরদারের চড় গ্রামের গরু ব্যবসায়ী মোঃ আজিজুল মৃধা সন্ধ্যার দিকে একটি গরু নিয়ে ওই এলাকার মিয়ারহাট রাস্তা পাড়াপাড়ের সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সাভার ॥ আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছে। শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে ডিইপিজেড এলাকার হাসেম প্লাজার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় সামনে থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে বাসের ছাদ থেকে ছিটকে পড়ে হেলপার মোঃ জাহাঙ্গীর (২৮) নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কে মাওয়া চৌরাস্তা এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাওয়া মোড়ে ইউটার্ন নেয়ার সময় ছাদ থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় জাহাঙ্গীর। এতে ঘটনাস্থলেই তার মত্যু হয়।
×