ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাকোপের কিশোরীরা পেল ‘সুরক্ষা কার্ড’

প্রকাশিত: ০৫:০৯, ২৫ নভেম্বর ২০১৬

দাকোপের কিশোরীরা পেল ‘সুরক্ষা কার্ড’

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাল্যবিয়ে বন্ধে দেশে প্রথম ‘কিশোরী সুরক্ষা কার্ড’ পেয়েছে খুলনার দাকোপের কিশোরীরা। কিশোরী সুরক্ষা কার্ডে কিশোরীর নাম, রঙিন ছবি, তার জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর, মায়ের নাম, বাবার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা থাকছে। এখন থেকে দাকোপে কোন কিশোরীকে বিয়ে দিতে হলে ওই কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করতে জেলা ও উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবে। এদিকে চালনা পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে শিশুবিয়ে মুক্ত পৌরসভা ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চালনা পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র সনত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান। এর আগে সকালে দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে কিশোরীদের বৃত্তির চেক হস্তান্তর করা হয়। শিশুবিয়ের জন্য ঝুঁকিপূর্ণ মোট ৯৭ কিশোরীকে ১৫ হাজার টাকা করে দেয়া হয়। এ টাকা দিয়ে তারা স্বাবলম্বী হওয়ার জন্য স্ব স্ব উদ্যোগে আয়করী প্রকল্প গ্রহণ করবে। দাকোপ উপজেলা প্রশাসন ও রূপান্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন। পরীক্ষায় ফেল করায় বগুড়া মেডিক্যাল কলেজে ভাংচুর স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগে ব্যাপক ভাংচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। পরীক্ষায় ফেল করার জের ধরে এই ভাংচুরের ঘটনা ঘটে বলে মেডিক্যাল কলেজ সংশ্লিষ্টরা জানিয়েছেন। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, দ্বিতীয় মেডিক্যাল বৃত্তিমূলক পরীক্ষায় এবার বগুড়া মেডিক্যাল কলেজের ১৫১ শিক্ষার্থী অংশ নেয়। মেডিক্যাল শিক্ষা কারিকুলামে এ ধরনের ৩টি পরীক্ষা হয়ে থাকে। এতে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়। এবার দ্বিতীয় বৃত্তিমূলক পরীক্ষায় প্যাথলজি বিষয়ে ৩১ জন ফেল করে। বৃহস্পতিবার ফল প্রকাশের পর দুপুর ১টার দিকে ১৫/২০ শিক্ষার্থী প্যাথলজি ডিপার্টমেন্টে লাঠিসোটা নিয়ে প্রবেশ করে ভাংচুর শুরু করে। এতে ওই বিভাগের ব্যাপক ক্ষতি হয়। এ বিষয়ে বগুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আহসান হাবিব জানান, পরীক্ষার ফল প্রকাশের পর পরেই ওই ভাংচুরের ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগেই ভাংচুর চালায় শিক্ষার্থীরা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন ও শনিবার একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়েছে বলে তিনি জানান।
×