ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুর-রাজশাহী ও খুলনা-বরিশাল লড়াই আজ

প্রকাশিত: ০৫:০১, ২৫ নভেম্বর ২০১৬

রংপুর-রাজশাহী ও খুলনা-বরিশাল লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ চিটাগাং ভাইকিংস ছাড়া সব দলই বৃহস্পতিবার অনুশীলন করল। উৎসবমুখর পরিবেশ দেখা গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। একাডেমি মাঠে ক্রিকেটারদের ভিড় লেগে গেল। এক দলের ক্রিকেটাররা অনুশীলন শেষ না করতেই আরেক দলের ক্রিকেটাররা হাজির। সকাল থেকে এভাবে বিকেল পর্যন্ত চলল। সব দল আবার খুব সিরিয়াসও। তা থাকারই কথা বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চতুর্থ আসরের চূড়ান্ত পর্ব যে আজ ঢাকায় শুরু হচ্ছে। দিনের প্রথম ম্যাচেই রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস মুখোমুখি হবে। ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হবে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া ৬টায় খুলনা টাইটান্স ও বরিশাল বুলস লড়াই করবে। ম্যাচ দুটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবার বিপিএল তিনপর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমপর্ব হয়েছে ঢাকায়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দ্বিতীয়পর্ব হয়েছে চট্টগ্রামে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তৃতীয়পর্ব আবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। ফাইনাল হবে ৯ ডিসেম্বর। এ শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার আগে সেরা চার দলে থাকতে হবে। দলগুলোর সেই মিশনও আজ শুরু হচ্ছে। এ মিশন শুরুর আগে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স ১০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে। ৮ পয়েন্ট করে পেয়ে ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং ভাইকিংস আছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। এরপর ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বরিশাল বুলস, ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রাজশাহী কিংস ও ২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট তালিকায় এখন সবার ওপরে রয়েছে রংপুর রাইডার্স। ষষ্ঠ স্থানে আছে রাজশাহী কিংস। যেখানে ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে রংপুর, সেখানে সমান ম্যাচ খেলে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে রাজশাহী। বোঝাই যাচ্ছে, রাজশাহী বিপদে পড়ে আছে। সেরা চারে থাকা নিশ্চিত করতে হলে এখন থেকে রাজশাহীকে অন্তত ৫টি ম্যাচ জিততে হবে। ৪টি জয় পেলেও সেরা চারে খেলার সম্ভাবনা থাকবে। তবে সেই পথ অনেক কঠিন। দলটি যে হারের গোলকধাঁধাতেই আটকে আছে। চট্টগ্রাম পর্বে তিন ম্যাচের মধ্যে ২টিতেই হেরেছে। এবার ঢাকায় চূড়ান্ত পর্বে কী জয়ের ধারায় ফিরতে পারবে রাজশাহী? পারবে সেরা চারে স্থান করে নিতে? ঢাকার বিপক্ষে শেষ ম্যাচ জয়কেই প্রেরণা হিসেবে দেখছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন সামি, ‘ঢাকার বিপক্ষে জয়টা আমাদের জন্য অনেক স্বস্তির। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই মোমেন্টামটাই প্রয়োজন ছিল। ঢাকা শক্তিশালী দল। এই টুর্নামেন্টে ওদের হারানোই সবচেয়ে কঠিন। সেই কাজটা আমরা দুবার করেছি। অন্য দলের বিপক্ষে খেলার সময় আমাদের এটা নিজেদের ওপর আস্থা রাখতে সাহায্য করবে।’ রংপুর অবশ্য খুবই সুবিধাজনক স্থানে আছে। দলটি আর বাকি থাকা ৬ ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতলে সেরা চারে খেলা নিশ্চিত করবে। সেই সুযোগ আছেও। অধিনায়ক নাঈম ইসলাম ঢাকার পর্বকেই গুরুত্ব দিচ্ছেন। বলেছেন, ‘ছেলেরা অসাধারণ খেলছে। আমি খুব খুশি। আমাদের দলটা বোলিংনির্ভর। সবাই পরিকল্পনা অনুযায়ী বোলিং করছে। তাছাড়া ব্যাটিং ইউনিট হিসেবে অসাধারণ করছে দলের টপঅর্ডাররা। সবমিলিয়ে আমি বলব এটা দলগত সাফল্য।’ সঙ্গে যোগ করেন, ‘আমাদের অর্ধেক মিশন শেষ হয়েছে। ঢাকায় আমাদের বাকি অর্ধেক শুরু হবে। ওখানে দারুণ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আশাকরি ছেলেরা এই ধারাবাহিকতা ঢাকাতেও ধরে রাখতে পারবে।’ দিনের দ্বিতীয় ম্যাচে খেলতে নামার অপেক্ষায় থাকা খুলনাও দারুণ অবস্থায় আছে। হাতে থাকা ৫ ম্যাচের দুটিতে জিতলেই শেষ চারে খেলা নিশ্চিত করবে। খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আশাবাদী। জানিয়েছেন, ‘আমরা বেশ ভাল খেলছি। কারণ ৭ ম্যাচে আমরা পাঁচটা জয় পেয়েছি। আরও আমাদের পাঁচটা ম্যাচ আছে। চেষ্টা থাকবে আরও দুই তিনটা ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে ইনশাআল্লাহ খুব ভাল হবে। সেরা চার শুরু হওয়ার আগে ভাল একটা অবস্থায় থাকতে পারব।’ খুলনার প্রতিপক্ষ আজ বরিশাল। দলটির নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহীম। চট্টগ্রাম পর্বে টানা তিন ম্যাচেই হেরেছে বরিশাল। ঢাকায় অনুষ্ঠিত প্রথমপর্বে চার ম্যাচের মধ্যে যে তিনটিতে জিতেছেন, সেটিই এখনও সম্বল হয়ে আছে। হাতে আছে আরও ৫টি ম্যাচ। শেষ চারে খেলতে হলে জিততে হবে কম করে হলেও আরও ৩টিতে। পারবে বরিশাল সেই অর্জন নিজেদের করে নিতে? মুশফিক আগের সব ভুলে যেন হাতে থাকা ৫ ম্যাচকে কাজে লাগাতে চান। বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে যদি বলি আমরাই একমাত্র দল, যারা প্রতিটা ম্যাচেই দুই-একটা ক্যাচ ছেড়েছি। যেখানে আপনি টপ টিমের সঙ্গে খেলবেন, সেখানে যদি আপনি তিন-চারটা ক্যাচ প্রতি ম্যাচে ছাড়েন, তাহলে ঘুরে দাঁড়ান অনেক কঠিন।’ ঢাকায় চট্টগ্রামের দিনগুলো ভুলে যেতে চান মুশফিক, ‘অবশ্যই ভুলে যেতে চাই। ফিল্ডিং আবারও আমাদের ডুবিয়েছে। ঢাকায় আমাদের ভাল স্মৃতি আছে। সেখানে ভাল শুরু করতে চাই। এখনও বেশ কয়েকটি ম্যাচ আছে আমাদের হাতে।’
×