ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধানমণ্ডি ও মিরপুরে রাজউকের অভিযানে দুটি হাসপাতালকে জরিমানা

প্রকাশিত: ০৮:২৬, ২৪ নভেম্বর ২০১৬

ধানমণ্ডি ও মিরপুরে রাজউকের অভিযানে দুটি হাসপাতালকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ধানম-ি ও মিরপুরে আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে বুধবার অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কতৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের আগের অভিযানে যেসব প্রতিষ্ঠানকে অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছিল, নির্দেশ না মানায় তাদের জরিমানা করা হয়েছে। রাজউকের জোন-৩ এর অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকার রোকেয়া সরনিতে অবৈধ অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের দায়ে আল হেলাল হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। ধানম-িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে ‘ডিফাম হসপিটালের’ দুই লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে র‌্যাবের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান মুগদার তিন ডায়াগনস্টিক সেন্টার এবং বিক্রয় নিষিদ্ধ ঔষুধ বিক্রি করায় ১৩ ফার্মেসিকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
×