ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

ইক্ষু খামার জমি দখলদারদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ নভেম্বর ২০১৬

ইক্ষু খামার জমি দখলদারদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ নবেম্বর ॥ গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জের রংপুর চিনিকলের ইক্ষু খামারের জমির অবৈধ দখলদার ভূমিদস্যু চক্রের প্রধান শাহজাহান আলী ও ফিলিমন বাসকেসহ সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার এবং ইক্ষু চাষের পরিবেশ তৈরির দাবিতে সংবাদ সম্মেলন করেছে চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, খামারের জমির লিজ গ্রহীতা শাহজাহান, তার ছেলে ও ফিলিমন বাসকেসহ কতিপয় চিহ্নিত ভূমিদস্যু তাদের লিজ বাতিলের কারণে ক্ষুব্ধ হয়ে নিরীহ সাঁওতালদের ভুল বুঝিয়ে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। পাঁচ মাস ধরে তারা চিনিকলের খামারের জমি দখল করে একটি সংরক্ষিত এলাকা গড়ে তুলে সেখানে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করে আসছিল। চিনিকলের খামারের অফিসে বারবার তীর-ধনুকসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে লুটপাট ও কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করে। এমনকি সেখানে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে পুলিশের একটি শটগান পর্যন্ত লুট করে নিয়ে যায়। এলাকার লোকজন এমনকি গরু-ছাগলও খামারের জমিতে প্রবেশে বাধা সৃষ্টি করে তারা। এলাকাবাসীকে মারপিটসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- করায় এলাকার লোকজন তাদের ওপর বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই একপর্যায়ে গত ৬ নবেম্বর চিনিকলের শ্রমিকরা তাদের আবাদ করা জমিতে আখ বীজ কাটতে গেলে তাদের ওপর তীর-ধনুক নিয়ে আক্রমণ করে সাঁওতালরা। শ্রমিকদের রক্ষায় পুলিশ এগিয়ে এলে তারা পুলিশের ওপরও একই কায়দায় আক্রমণ করে। একপর্যায়ে এলাকার লোকজন অবৈধ দখলদারদের হটিয়ে দিলে খামারের জমি দখলমুক্ত হয়। সাতক্ষীরায় স্বাস্থ্যকর্মী নিহত সড়ক দুর্ঘটনা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বাসের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। বুধবার সকালে সাতক্ষীরা যশোর সড়কের লাবসায় যাত্রীবাহী বাস মোটরসাইকেল চালক স্বাস্থ্যকর্মীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত স্বাস্থ্যকর্মীর নাম তুহিন হোসেন (৪২)। তিনি সদর হাসপাতালের জরুরী বিভাগের স্বাস্থ্য সহকারী ছিলেন। নিহত তুহিন সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের আবদুর রউফের ছেলে। জাবি গেটে ভ্যানচালক জাবি সংবাদদাতা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালকের নাম আরমান হোসেন (৪৮), তার বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার পুরাতন কুষ্টিয়া নামক স্থানে। বুধবার দুপুর দেড়টার দিকে বিশ^বিদ্যালয়ের জয় বাংলা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
×