ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফেরদৌস আরা পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত

প্রকাশিত: ০৫:৫১, ২৪ নভেম্বর ২০১৬

ফেরদৌস আরা পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা, প্রফেসর. ডাঃ ফেরদৌস আরা হোসেনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (জীববিজ্ঞান) পদে নিয়োগ প্রদান করেছে। এর আগে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এ্যান্ড এ্যালাইড সায়েন্সসে আল্ট্রাসাউন্ড এবং কালার ডপলার বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলেন। প্রফেসর হোসেন ১৯৫৮ সালের ১৪ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিএনএম ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৮৭ সালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করেন। -বিজ্ঞপ্তি গ্রামীণ জনপদে প্রযুক্তির বাতিঘর নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ নবেম্বর ॥ গ্রামের যে মানুষগুলো কয়েক বছর আগেও বিশেষ কিছু জানত না তারা এখন প্রযুক্তিজ্ঞান সম্পন্ন হয়ে উঠছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বদৌলতে। গ্রামীণ জনপদে শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্যসেবা, হাট-বাজার, আইনি পরামর্শ, বিদ্যুত বিল প্রদান, ছেলেমেয়ের জন্য উপযুক্ত পাত্র-পাত্রীর সন্ধান সব সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে তৃণমূলের এই ডিজিটাল সেন্টারে। কিছু সীমাবদ্ধতার মাঝে এটি ঘিরে ইউনিয়নের সব কার্যক্রম হয়ে উঠেছে অনলাইন কেন্দ্রিক। এতে তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছেছে তথ্যসেবা। যার কারণে বদলে যাচ্ছে গ্রামীণ মানুষের জীবনযাত্রার ধরন। মোটকথা ঠাকুরগাঁওয়ের ইউনিয়ন ডিজিটাল সেন্টার গ্রামীণ জনপদ হয়ে উঠেছে প্রযুক্তির বাতিঘর। বর্তমানে ঠাকুরগাঁওয়ের ৫২টি ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। ২০১০ সালের ১১ নবেম্বর সকল ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। এতে শুরুতে ১৩ ধরনের সেবা দেয়া হলেও এখন সেই পরিধি আরো বাড়ানো হয়েছে। সুন্দরবন রক্ষায় সাইকেল র‌্যালি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ‘জাগো জনগণ, রক্ষা কর সুন্দরবন’ স্লোগান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক সাইকেল র‌্যালি কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে রামপাল বিদ্যুত প্রকল্প বাতিলের দাবিতে জনসচেতনতামূলক সাইকেল র‌্যালি কর্মসূচী পালন করা হয়। বিভিন্ন স্লোগান, ব্যানার, ফেস্টুনসহ র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এএসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলতাফ হোসাইন, রেজাউল ইসলাম সবুজ, সন্তোষ গুপ্ত, গোবিন্দ চন্দ্র রায় প্রমুখ। বাল্যবিয়ে ও ভিক্ষুকমুক্ত ইউনিয়ন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদরের বিষ্ণুপুর ও গোটাপাড়া ইউনিয়নকে বুধবার বাল্যবিয়ে ও ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুক’র সভাপতিত্বে মুক্ষাইট মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন, ডিডিএলজি শফিকুল ইসলাম, এসপি পংকজ চন্দ্র রায়, ইউএনও শরীফ নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আকবর নকিব, শেখ ফিরোজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, মনোয়ার হোসেন টগর, এমএ মতিন, এ্যাডঃ শংকর কুমার চক্রবর্তী, শেখ শমশের আলী, মোড়ল সরোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বাল্যবিয়ে ও ভিক্ষুক মুক্ত শপথ বাক্য পাঠ করানো হয়।
×