ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘দেশের মানুষের ক্ষতি করে বিশ্বমানবতা দেখানো সমীচীন হবে না’

প্রকাশিত: ০৫:৪৮, ২৪ নভেম্বর ২০১৬

‘দেশের মানুষের ক্ষতি করে বিশ্বমানবতা দেখানো সমীচীন হবে না’

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক মিয়ানমারে মুসলমানদের ওপর চলমান নির্যাতন-অত্যাচারের প্রেক্ষিতে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢুকতে বাধাদান প্রসঙ্গে বলেছেন, দেশের মানুষের ক্ষতি করে বিশ্বমানবতা দেখানো সমীচীন হবে না। আমার প্রথম দায়িত্ব হচ্ছে, আমার দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা করা। বাংলাদেশ আর কোন নতুন মানুষকে নিয়ে আমাদের মানবাধিকার লংঘিত হয়, এমন কোন কাজ করতে পারি না। আমি আমার দেশকে ভালবাসী। আমি আমার দেশের মানুষকে ভালবাসী। আমার দেশের মানুষের জন্য যেটা মঙ্গলজনক হবে, যেটা কল্যাণকর হবে, আমরা সেটার পক্ষেই যাব। তিনি বুধবার গাজীপুরের কোনাবাড়ি এলাকার কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাহেনুল ইসলাম, সমাজসেবা অধিদফতর, গাজীপুরের উপপরিচালক শঙ্কর সরণ সাহা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন, প্রতিষ্ঠানটির সুপার আবুল ফজল মোঃ আমানুল্লাহ উপস্থিত ছিলেন। আউং সান সুচির সমালোচনা করে মানবাধিকার চেয়ারম্যান বলেন, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, অথচ তিনি ক্ষমতায় আসার পর মানুষের ওপর নির্যাতন হচ্ছে। তাদের চোখের সামনে মা বাবা ভাইবোনদের মেরে ফেলা হচ্ছে। তারা পালিয়ে বাঁচতে চেষ্টা করছে। কিশোরীদের প্রশিক্ষণের ব্যাপারে তিনি বলেন, এখানে ভোকেশনাল প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। ডিজিটাল যুগেও সাধারণ সেলাই মেশিন ও এমব্রয়ডারির প্রশিক্ষণ দেয়া হয়। এটা এখন আউট ডেটেড। এখানে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া অপরাধী নয়, এমন ভিক্টিম ও নিরাপত্তা হেফাজতীদের এসব কেন্দ্রে না রেখে সমাজসেবা অধিদফতরের শিশু পরিবারে আলাদাভাবে রাখারও জন্য সরকারকে অনুরোধ করেন তিনি।
×