ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শ্রমিক ও ব্যবসায়ীসহ নিহত পাঁচ

প্রকাশিত: ০৪:২৫, ২৩ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় শ্রমিক ও ব্যবসায়ীসহ নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সিলেট, নাটোর, দিনাজপুর, আমতলী ও কচুয়ায় একজন করে নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিলেট ॥ মঙ্গলবার সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের টুললাইন এলাকায় ট্রাকের ধাক্কায় এক পাথর শ্রমিক নিহত হয়েছে। নিহত মাসুক মিয়া (২৬) কোম্পানীগঞ্জ গ্রামের বাসিন্দা। জানা যায়, ভোলাগঞ্জ থেকে পাথরবোঝাই একটি ট্রাক টুললাইন এলাকায় পৌঁছার পর বাইসাইকেল আরোহী পাথর মাসুক মিয়াকে ধাক্কা দেয়। নাটোর ॥ বড়াইগ্রামের দুটি ট্রাকের সংঘর্ষে ইমতাজুল হক ইমতা নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আরও ৩ জন আহত ও অর্ধশতাধিক ছাগল হতাহত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি আলমডাঙ্গার হাটুভাঙ্গা গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ১৪৭টি ছাগল বহনকারী একটি ট্রাক যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে সোমবার রাতে বড়াইগ্রামের মানিকপুর কলাবাগান এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা চিটাগুড়বাহী ট্রাককে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ইমতাজুল হক ইমতা নিহত এবং অন্তত ৩ গুরুতর আহত হন। দিনাজপুর ॥ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। দুপুর ২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা মোড়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন পথচারী আরমান আলী (৩৫)। সে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী গ্রামের ইয়াছিন আলীর পুত্র। আমতলী, বরগুনা ॥ আমতলী-পটুয়াখালী সড়কে উর্শিতলায় সোমবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদল (৩০) নামের এক চালক নিহত ও আরোহী চাঁন মিয়া আহত হয়। আহতকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, সোমবার রাত ৭টার দিকে মোটরসাইকেল চালক বাদল আঙ্গুলকাটা গ্রামের আরোহী চাঁন মিয়াকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিল। পটুয়াখালী-আমতলী সড়কের উর্শিতলায় মোটরসাইকেলের সামনের চাকা বিস্ফোরিত হয়ে রাস্তার পাশে কাঠ বোঝাই ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাদলের মৃত্যু হয়। কচুয়া, চাঁদপুর ॥ ঢাকা-কচুয়া সড়কের বাতাপুকুরিয়ায় মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। ভোর বেলা স্থানীয় লোকজন ওই সড়কে চলাচলের সময় সড়কের মধ্যখানে তার লাশ দেখতে পায়। থানা পুলিশে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করে।
×