ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসাধারণ কাজ করছে কুমুদিনীর সেবা প্রতিষ্ঠানগুলো ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৪:২১, ২৩ নভেম্বর ২০১৬

অসাধারণ কাজ করছে কুমুদিনীর সেবা প্রতিষ্ঠানগুলো ॥ বার্নিকাট

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২২ নবেম্বর ॥ যুক্তকরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দানবীর রণদা প্রসাদ সাহার কুমুদিনী হাসপাতালসহ সকল সেবা প্রতিষ্ঠান রত্মখচিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো ১৫০ অসাধারণ কাজ করে যাচ্ছে। সন্তানের প্রতি মায়ের যে দায়িত্ব সে রকম দায়িত্ব নিয়েই এখান থেকে সেবা কাজ চালানো হচ্ছে। মঙ্গলবার মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের সেবা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মা এখান থেকে শিক্ষা নিয়েছেন, সন্তানও এখান থেকে শিক্ষা নিচ্ছে। এখানকার শিক্ষকরাও একই ভাবে শিক্ষা দিচ্ছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। সকাল ৯টার দিকে মার্শা বার্নিকাট কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের প্রধান গেটে নামেন। এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ দুলাল চন্দ্র পোদ্দার ও বিশিষ্ট শিক্ষাবিদ ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি তাকে স্বাগত জানান। আওয়ামী লীগ শুধু মুখেই গণতন্ত্রের কথা বলে ॥ ফখরুল নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ নবেম্বর ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ শুধু মুখেই গণতন্ত্রের কথা বলে। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে তামাশা করছে। তিনি মঙ্গলবার দুপুরে শহরের গাইটালের অতিথি সেন্টারে আয়োজিত কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট ফজলুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেনÑ কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান হোসেন প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম, ওয়ারেস আলী মামুনসহ অন্যরা। বহু দিন পর ... ইরাকে চলমান সংঘাতের কারণে দেশটির যে বাসিন্দারা স্বজনদের থেকে বিচ্ছিন্ন ছিলেন তারা বহু দিন পর সোমবার কুর্দি তল্লাশিচৌকি আসকি কালাকের কাছে খাজির শরণার্থী ক্যাম্পে একে অপরকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন। তাদের চোখে তখন আনন্দাশ্রু। -এএফপি বিক্ষোভের মুখে ... তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির সদস্যরা মঙ্গলবার একটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে পার্লামেন্ট অভিমুখে মিছিল করেন। এই বিলে শর্ত সাপেক্ষে যৌন হেনস্তায় ক্ষমার কথা বলা হয়। তবে বিক্ষোভের মুখে সরকার এদিনই বিলটি প্রত্যাহার করে। -এএফপি
×