ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাইকো দুর্নীতি মামলায় খালেদার লিভ টু আপীলের আদেশ বৃহস্পতিবার

প্রকাশিত: ০৫:৫০, ২২ নভেম্বর ২০১৬

নাইকো দুর্নীতি মামলায় খালেদার লিভ টু আপীলের আদেশ বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার ॥ নাইকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম চলার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লিভ টু আপীলের শুনানি শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের চার সদস্যবিশিষ্ট বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন। অন্যদিকে গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরও একটি রিট দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট তিনটি রিট আবেদন করা হলো হাইকোর্টে। নাইকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম চলার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লিভ টু আপীলের শুনানি শেষ হয়েছে। আদেশ প্রদান করা হবে বৃহস্পতিবার। সোমাবার আদালতে শুনানিতে খালেদা জিয়ার পক্ষে এ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী শুনানি করেছেন। এছাড়া রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর নগরীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
×