ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘বাজাজ ভি’ মোটরসাইকেল উদ্বোধন

প্রকাশিত: ০৫:৩৭, ২১ নভেম্বর ২০১৬

‘বাজাজ ভি’ মোটরসাইকেল উদ্বোধন

রাজধানীতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রবিবার নতুন কমিউটার মোটরসাইকেল ‘বাজাজ ভি’ উদ্বোধন করলো দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল আমদানি, সংযোজন এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের এক পুরনো মিত্রকে মোটরসাইকেল রূপে দেশে ফিরিয়ে আনলো প্রতিষ্ঠানটি। ‘বাজাজ ভি’ তৈরি করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর প্রথম বিমানবাহী রণতরীর ধাতব দিয়ে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ও বীরোচিত ভূমিকা পালন করে রণতরী আইএনএস ভিক্রান্ত। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা এবং মংলা বন্দরের মতো গুরুত্বপূর্ণ জলসীমায় যৌথবাহিনীর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে পিছু হটতে বাধ্য করে পাক বাহিনীকে। ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত মুম্বাইয়ে সামুদ্রিক জাদুঘর হিসেবে রক্ষিত ছিল আইএনএস ভিক্রান্ত। ২০১২ সালেই এ জাদুঘর বন্ধ হয়ে যায় এবং সময়ের পরিক্রমায় ২০১৪ সালের জানুয়ারি মাসে যুদ্ধ জাহাজটি ভেঙ্গে ফেলা হয়। তখনই অপরাজেয় এ যুদ্ধ জাহাজের ধাতু দিয়ে ‘বাজাজ ভি’ তৈরির সিদ্ধান্ত নেয় শীর্ষস্থানীয় মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ। আইএনএস ভিক্রান্তের ধাতব পদার্থ দিয়ে অজেয় ‘বাজাজ ভি’ তৈরির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শৌর্যকেই আবার ধাতব রূপে ফিরিয়ে আনা হয়েছে। সুদৃঢ় ও শক্তিশালী ‘বাজাজ ভি’তে বডির সঙ্গে রয়েছে ১৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন যা ১২ পিএস পর্যন্ত পাওয়ার উৎপাদনে সক্ষম এবং এর টর্কের ঘূর্ণন গতি ১৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকেই তুলে ধরেছে এ মোটরসাইকেল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আইএনএস ভিক্রান্তের ভূমিকা ও এর ত্যাগ স্বীকারের স্মারকস্বরূপ রণতরীটির মাস্তুল ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। ‘বাজাজ ভি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া, এনডিসি। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে ১৯৭১ এবং মুক্তিযুদ্ধে আইএনএস ভিক্রান্তের অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বীর উত্তম মেজর জেনারেল (অব.) কে. এম. শফিউল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান এবং পরিচালক ও ডিলারবৃন্দ। অনুষ্ঠানে বাজাজ অটো লিমিটেডের (ভারত) শীর্ষ নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এখন থেকে সারাদেশে উওরা মোটর্সের শো-রুমের মাধ্যমে ‘বাজাজ ভি’ পাওয়া যাবে। মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫শ’ টাকা। Ñবিজ্ঞপ্তি
×