ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জন লেননের চিঠি নিলামে

প্রকাশিত: ০৫:৩৩, ২১ নভেম্বর ২০১৬

জন লেননের চিঠি নিলামে

ষাট ও সত্তরের দশকজুড়ে ইউরোপ ও আমেরিকা মাতিয়ে রাখে জনপ্রিয় রক ব্যান্ড ‘বিটলস’। দলটির চার সদস্য- জন লেনন, পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার। কিন্তু ১৯৭০ সালে ব্যান্ডদলটি ভেঙ্গে যায়। সম্প্রতি পল ম্যাকার্টনিকে লেখা লেননের একটি চিঠিতে পাওয়া যায় তাদের মধ্যকার দ্বন্দ্বের প্রকৃত কারণ। অসংখ্য শ্রোতাপ্রিয় গানের জন্ম দেন জনপ্রিয় এ রক ব্যান্ডের শিল্পীরা। প্রায় দশ বছর ধরে সঙ্গীতভুবন মাতিয়ে রাখা এ দলটিতে পরবর্তীতে শোনা যায় ভাঙ্গনের সুর। জন লেননের সঙ্গে কোন্দল বাঁধে বেস গিটারিস্ট পল ম্যাকার্টনির। পল ম্যাকার্টনিকে উদ্দেশ করে হাতে লেখা সেই চিঠিতে পল ও তার স্ত্রী লিন্ডা ম্যাকার্টনির ওপর বেশ ক্ষুব্ধ হতে দেখা গেছে লেননকে। ‘বিটলস’ ছেড়ে দিচ্ছেন লেনন- এ খবরটি কাউকে না জানানোর জন্য অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু পলের স্ত্রী লিন্ডা খবরটি জনসম্মুখে ফাঁস করে দেয়ায় তাদের দু’জনের ওপরে চটে যান তিনি। চিঠির একটি অংশে পলকে উদ্দেশ করে লেনন লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না কাজটি লিন্ডা করেছে! তুমি বিশ্বাস করতে পারছ পল? যেদিন তুমি আমার কথা বিশ্বাস করবে সেদিন বুঝব তুমি জেগে উঠেছ। ঈশ্বর তোমাকে সত্যিটা বুঝবার ক্ষমতা দিক। সম্প্রতি বোস্টনভিত্তিক এক নিলামকারী প্রতিষ্ঠান জন লেননের সেই গুরুত্ব¡বহ চিঠিটি নিলামে তোলে। গত বৃহস্পতিবার আয়োজিত এ নিলামে ত্রিশ হাজার মার্কিন ডলারে বিক্রি হয় এই মূল্যবান চিঠিটি। -ডেইলি মেইল অবলম্বনে
×