ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ টাকার চাল ॥ দিনাজপুরে ব্যাপক অনিয়ম

প্রকাশিত: ০৪:০৪, ২১ নভেম্বর ২০১৬

১০ টাকার চাল ॥  দিনাজপুরে ব্যাপক  অনিয়ম

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ১৩ উপজেলায় অনিয়মের কারণে ১১ হাজার ৩৩২টি ১০ টাকা কেজি চালের কার্ড বাতিল করা হয়েছে। ৩টি মামলা দায়ের ও ৫ ডিলার পরিবর্তন করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়সার আলী জানান, হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের কার্যক্রম ৭ নবেম্বর শুরু হয়। জেলার ১৩ উপজেলার ১০২ ইউনিয়নে ১ লাখ ৩৬ হাজার ২৮৮ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেয়ার জন্য কার্ড তালিকাভুক্ত করা হয়। তালিকাভুক্তির সময় অনিয়ম ও দুর্নীতি করে সচ্ছল ব্যক্তিদের নাম হতদরিদ্রদের তালিকায় দেয়া হলে তা নিয়ে ব্যাপক অভিযোগ উঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় রবিবার পর্যন্ত ১১ হাজার ৩৩২টি ১০ টাকা কেজি চালের কার্ড বাতিল করা হয়েছে। সচ্ছল ব্যক্তিদের কার্ড বাতিল করে সেখানে প্রকৃত হতদরিদ্রদের নাম তালিকাভুক্তি করা হচ্ছে। জানা গেছে, জেলার ১৩ উপজেলায় চাল বিক্রির জন্য ২৩৪ ডিলার নিয়োগ করা হয়েছে। এর মধ্যে দুর্নীতির অভিযোগে ৫ জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলায় ২ এবং খানাসামা, বীরগঞ্জ ও বিরলে ১ জন করে ডিলার রয়েছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, অনিয়মের আশ্রয় নেয়ায় ডিলারসহ ১০ টাকা কেজি চাল কেনার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। জেলা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা মামলা ৩টি তদন্ত করছেন। দিনাজপুর জেলায় ১০ টাকা কেজি চাল বিক্রির জন্য ৫ মাসের বরাদ্দ দেয়া হয়েছে ২১ হাজার টন। এর মধ্যে রবিবার পর্যন্ত চাল বিক্রির পরিমাণ ১০ হাজার ৬৩৯ টন।
×