ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হামলা-নির্যাতনের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৩:৫৯, ২১ নভেম্বর ২০১৬

হামলা-নির্যাতনের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২০ নবেম্বর ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাগদা ফার্মে আদিবাসী সাঁওতালদের ওপর হামলা, উচ্ছেদ, গুলিবিদ্ধ, হতাহতের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুরে ওপর হামলা-মন্দির ভাংচুরসহ দেশের বিভিন্ন স্থানে আদিবাসী ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নাগরিক সংগঠন জনউদ্যোগ ও বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে শহরের পৌর টাউন হল চত্বরে ঘণ্টাব্যাপী ওই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আর্তনাদ’, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, চাইল্ড ফোরাম নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশ জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শিক্ষাবিদ-গবেষক ড. সুধাময় দাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, নারী নেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, কবি তালাত মাহমুদ, পৌরসভার মহিলা কাউন্সিলর মাহমুদা খানম ডলি প্রমুখ বক্তব্য রাখেন। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, আদিবাসী-সাঁওতাল ও বাঙালীদের পৈত্রিক ভূমি থেকে উচ্ছেদ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, শিশু ও নারী নির্যাতন এবং হত্যার প্রতিবাদে নওগাঁর সাপাহারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়নের (সাসু) উদ্যোগে উপজেলা সভাপতি রিদয় মার্ডির সভাপতিত্বে আদিবাসী নেতা বাসদের উপজেলা আহ্বায়ক মঙ্গল কিস্কু, সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়নের (সাসু) সহ-সভাপতি অঞ্জলী হাঁসদা, উপদেষ্টা ফিলিপ কিস্কু, নারীবিষয়ক সম্পাদক সুমিত্রা মূর্মূ, সহকারী অর্থ সম্পাদক সেলিনা মার্ডি প্রমুখ বক্তব্য রাখেন।
×