ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী হামলার ৫ মাস পর আজ খুলে দেয়া হচ্ছে হলি আর্টিজান

প্রকাশিত: ০৮:০৫, ২০ নভেম্বর ২০১৬

জঙ্গী হামলার ৫ মাস পর আজ খুলে দেয়া হচ্ছে হলি আর্টিজান

গাফফার খান চৌধুরী ॥ প্রায় পাঁচ মাস পর খুলে দেয়া হচ্ছে স্মরণকালের ভয়াবহ জঙ্গী হামলার ঘটনাস্থল হলি আর্টিজান রেস্তরাঁ। জঙ্গীরা রেস্তরাঁটিতে দুই পুলিশ কর্মকর্তা, সতেরো বিদেশীসহ ২২ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা বিশ্বব্যাপী রীতিমতো আলোড়ন সৃষ্টি করে। হলি আর্টিজান ও লেক ভিউ ক্লিনিকের দেয়ালে এখনও বহু বুলেটবিদ্ধ হয়ে আছে। অনেক বুলেটের খোসা অপসারণ করা হয়েছে। একই চত্বরে হলি আর্টিজান রেস্তরাঁ ও লেক ভিউ ক্লিনিক। দুটি প্রতিষ্ঠানে ঢোকার পথও একটিই। আজ থেকে ক্লিনিকটিতে চিকিৎসা কার্যক্রম শুরু হচ্ছে। তবে হলি আর্টিজান কবে নাগাদ শুরু হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। ঘটনাস্থল অবারিত করার ফলে সেখানে শত শত উৎসুক মানুষ ভিড় করবেন। সে বিষয়টি মাথায় রেখে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হলি আর্টিজানের সামনের কাঁটাতারের ব্যারিকেড দুটি সরিয়ে নেয়া হয়েছে। শুধুমাত্র হলি আর্টিজান আর লেক ভিউ ক্লিনিকে যারা কাজ করছেন তাদের যাওয়ার অনুমতি রয়েছে। সেখানে কর্মরত অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দেয়ালসহ বিভিন্ন জায়গায় এখনও শত শত বুলেটের খোসা বিদ্ধ হয়ে আছে। বুলেটবিদ্ধ হয়ে কোন কোন জায়গায় পলেস্তরা খসে পড়েছে। নতুন করে রং করার কাজ চলছে। হলি আর্টিজান ও ক্লিনিকের ভেতরে ও বাইরে নিরাপত্তাসহ সার্বিক কর্মকা- মনিটরিং করতে অন্তত ২০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ক্লিনিকের অনেক চিকিৎসা সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। তা পরিবর্তন করা হয়েছে। নতুন করে সাজানো হয়েছে ক্লিনিক। আজ একই চত্বরে থাকা লেক ভিউ ক্লিনিকটি খুলে দেয়া উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে ক্লিনিকের সেবা কার্যক্রম শুরু হবে।
×