ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ম্যানইউ-আর্সেনালের নাটকীয় ড্র

প্রকাশিত: ০৬:২৭, ২০ নভেম্বর ২০১৬

ম্যানইউ-আর্সেনালের নাটকীয় ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রাতার ভূমিকায় অলিভিয়ের জিরাউড। আর তাতেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলের নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। ওল্ড ট্র্যাফোর্ডে এদিন দুই দলই দুর্দান্ত শুরু করে। কিন্তু ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। তবে পেনাল্টির সুযোগ এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। তা নাকচ করে দেন ম্যাচ রেফারি। এর ফলে ডাগআউটেই ক্ষোভ প্রকাশ করেন জোশে মরিনহো। নিশ্চিত ফেনাল্টির সুযোগ না দেয়ার কারণে রীতিমতো বন্য হয়ে যান সাবেক রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ কোচ। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধেই জ্বলে ওঠে স্বাগতিকরা। ম্যাচের ৬৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন জুয়ান মাতা। আর্সেনালের বিপক্ষে স্প্যানিশ মিডফিল্ডারের এটা চতুর্থ গোল। এছাড়া কেবল নরউইচ সিটির বিপক্ষেই তার বেশি (৫) গোল আছে। তবে দমে যায়নি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। গোলের চেষ্টা করে যায় সফরকারীরা। আর শেষ মুহূর্তে সেই সুযোগও পেয়ে যায় গানাররা। রেফারির শেষ বাঁশি বাজানোর মাত্র এক মিনিট অগে দুর্দান্ত এক গোল করে আর্সেনালকে সমতায় ফেরান অলিভিয়ের জিরাউড। ইংলিশ প্রিমিয়ার লীগে জোশে মরিনহোর বিপক্ষে কখনই জিততে পারেননি আর্সেন ওয়েঙ্গার। তবে এবার সেই সুযোগ এসেছিল। কেননা দলের হাফডজন খেলোয়াড়কে ছাড়াই লড়াইয়ে নামতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলার সুযোগ পাননি দলের সর্বোচ্চ গোলস্কোরার জ¬াতান ইব্রাহিমোভিচ। গত সপ্তাহে বিয়ের পার্টিতে মদ খেয়ে মাতাল হওয়ার মাসুল গুনতে হলো ইউনাইটেডের অধিনায়ক ওয়েইন রুনিকে। ক্ষমা চেয়েও পার পেলেন না তিনি। এদিন তাকে সাইডলাইনে বসিয়ে রেখেই মূল একাদশ সাজান জোশে মরিনহো। তবে পরে বদলি হিসেবে খেলার সুযোগ পান রেড ডেভিলদের অধিনায়ক। তারপরও গানারদের বিপক্ষে এদিন চারটি পরিবর্তন করে মাঠের লড়াই শুরু করেন মরিনহো। এদিকে আর্সেন ওয়েঙ্গার তিনটি পরিবর্তন এনে দল সাজান। এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে আর্সেনাল। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। আর ছয় নাম্বারেই অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান সংখ্যক ম্যাচ থেকে তাদের সংগ্রহে ১৯ পয়েন্ট। শীর্ষে রয়েছে লিভারপুল। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চেলসি। লীগ টেবিলের চারে অবস্থান ম্যানচেস্টার সিটির।
×