ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডুপ্লেসিস-বিতর্কে ক্ষুব্ধ সতীর্থরা

প্রকাশিত: ০৬:২৫, ২০ নভেম্বর ২০১৬

ডুপ্লেসিস-বিতর্কে ক্ষুব্ধ সতীর্থরা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিসের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। এটি সত্যি প্রমাণিত হলে নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়তে পারেন এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে চলতি অস্ট্রেলিয়া সফরে দলকে নেতৃত্ব (টেস্ট) দেয়া এই প্রোটিয়া তারকা। এক বিবৃতির মাধ্যমে এই অভিযোগ তুলেছে আইসিসি। যেখানে বলা হয়েছে, ‘বলের অবস্থা পরিবর্তন করার’ মাধ্যমে আইসিসির আচরণবিধির ২.২.৯ ধারা লঙ্ঘন করেছেন ডুপ্লেসিস। হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলার সময় এমন বিতর্কিত কা ঘটিয়েছেন তিনি। চকলেট বা চুইংগাম খেয়ে তিনি নাকি বলে থুথু মিশিয়েছেন উজ্জ্বলতা বাড়ানোর জন্য। অবশ্য পুরো দক্ষিণ আফ্রিকা দলই এই অভিযোগের কথা অস্বীকার করে। ‘আমরা সবাই এই অভিযোগের বিরুদ্ধে। এটা একটা তামাশা। এখন এপ্রিল মাস নয়। ফ্যাফের বিরুদ্ধে এমন অভিযোগ আমাদের কাছে খুবই হাস্যকর বলে মনে হচ্ছে। আমরা পুরো দল এই অভিযোগের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছি।’ বলেন হাসিম আমলা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টেস্ট সিরিজ জিতে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টেই ইনজুরিতে পড়ে দেশে ফিরে যাওয়া তারকা পেসার ডেল স্টেইন টুইট করেছেন, ‘ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে হার। মানসিকভাবে তারা আমাদের চেয়ে তবু নাকি শক্ত। একটা কাজ করলে কেমন হয়? চলুন, ব্যর্থতার সব দায়টা একটা চুইংগামের ওপর চাপিয়ে দিই।’ স্টেইন যা-ই বলুন, অধিনায়ক ডুপ্লেসিস যে নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন, তা বেশ পরিষ্কার। আইসিসি তার বিরুদ্ধে অভিযোগপত্র নিশ্চিত করে বলেছে, ভিডিওতে নাকি পরিষ্কার দেখা গেছে, হোবার্টের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মুখের চুইংগামের লালা বলে ঘষছেন। দুবারের বেশি এমনটি করেছেন ফিল্ডার ডুপ্লেসিস। কাগিসো রাবাদার করা ওই ওভারটিতে তিন বলের মধ্যে আউট হয়ে যান পিটার নেভিল ও জো মিনে। এ্যাডিলেডে ২৪ নবেম্বর শুরু তৃতীয় ও শেষ টেস্ট। আইপিএলে মুম্বাইর কোচ মাহেলা স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাহেলা জয়বর্ধনে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে নিজেদের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ৩৯ বছর বয়সী এই শ্রীলঙ্কান তারকা সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। বতর্মানে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলা মাহেলা এক ভিডিও বার্তায় আনন্দ প্রকাশ করেছেন। আইপিএলের অন্যতম আকর্ষণীয় দলটির হয়ে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। মুম্বাইর স্বত্বাধিকারী নিতা আম্বানিও মাহেলাকে পেয়ে খুশি, ‘মাহেলা আধুনিক ক্রিকেটে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণদের জন্য সে একজন যথার্থ রোল মডেল। সর্বোপরি সে একজন ভাল মানুষ। তার কাছ থেকে আমাদের আশাও অনেক।’ সতীর্থ কুমার সাঙ্গাকারা নিয়মিত হলেও চলতি বিপিএলে ঢাকার হয়ে সুযোগ পাওয়া একমাত্র ম্যাচে ১১ রান করেন মাহেলা। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসরে তিনি করাচি কিংসের হয়ে খেলবেন। ২০১৭ সালে শেন ওয়ার্নের ক্রিকেট সুপারস্টার সিরিজে খেলার জন্যেও চুক্তিবদ্ধ হয়েছেন আধুনিক শ্রীলঙ্কান ক্রিকেটের অন্যতম সফল এই ব্যাটসম্যান। ক্রীড়া সংগঠক বাবুর মৃত্যুতে শোক স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের (ফোরাম) সাবেক সভাপতি এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামাল বাবু শুক্রবার বিকেলে বার্ধব্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ), সম্মিলিত ক্রীড়া পরিবার, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ (ফোরাম), বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, সাধারণ সম্পাদক এম বি সাইফ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্ট স্পোর্টস রিপোর্টার ॥ ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা আগামী ২৫ নবেম্বর বিভাগের চার ভেন্যুতে শুরু করছে বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের ভেন্যুগুলো হলো : শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো : শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা ফুটবল দল। হোম এ্যান্ড এ্যাওয়ে পদ্ধতিতে দলগুলো একে অপরের বিপক্ষে খেলবে। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন হবে শেরপুর জেলা স্টেডিয়ামে। আগামী ২৪ ডিসেম্বর ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্ট আয়োজন সম্পর্কে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান জানান, মূলত তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তুলে আনাই লক্ষ্য টুর্নামেন্টের।
×