ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রাঁ প্রিঁ ফিগার স্কেটিংয়ে ক্যাটলিন-জিন সবার ওপরে

প্রকাশিত: ০৬:২৩, ২০ নভেম্বর ২০১৬

গ্রাঁ প্রিঁ ফিগার স্কেটিংয়ে ক্যাটলিন-জিন সবার ওপরে

স্পোর্টস রিপোর্টার ॥ চীনের বেজিংয়ে চলছে আইএসইউ গ্রাঁ প্রিঁ ফিগার স্কেটিং। আগামী মাসে বিশ্ব গ্রাঁ প্রিঁ ফিগার স্কেটিংয়ের ফাইনাল অনুষ্ঠিত হবে। বেজিং গ্রাঁ প্রিঁ থেকে বেশ কয়েকজন প্রতিযোগী সুযোগ করে নেবেন সেই ফাইনালে। প্রথমদিনেই সে পথে এগিয়ে গেছেন কানাডার ২০ বছর বয়সী সুন্দরী ক্যাটলিন ওসমুন্ড। আর পুরুষদের বিভাগে ছিল স্বাগতিক চীনের দাপট। সেখানে শীর্ষে আছেন ১৯ বছর বয়সী জিন বোয়াং। প্রথমদিনে শীর্ষস্থান নিয়ে শেষ করার কারণে দু’জনই ফাইনাল আসরে অংশ নেয়ার কাছাকাছি চলে গেছেন। স্কেট কানাডায় এবার সেরা হয়েছিলেন ক্যাটলিন। ৭৪.৩৩ পয়েন্ট নিয়ে শেষ করেছিলেন। যা এখন পর্যন্ত চলতি মৌসুমে তার সেরা নৈপুণ্য। ২০১২ সালে মাত্র ১৬ বছর বয়সে প্রথমবার স্কেট কানাডা জয় করেন তিনি। দু’বার কানাডার জাতীয় চ্যাম্পিয়নশিপেও তিনি সেরা হয়েছেন। এবার বেজিংয়ের প্রথমদিনেও ঝড় তুললেন আরও পরিণত এ ফিগার স্কেটার। ক্যাটলিন সবগুলো জাম্পেই নিখুঁতভাবে অবতরণ করতে সক্ষম হন। এরপরও নিজের মৌসুম সেরা পয়েন্ট অর্জন করতে পারেননি। শেষ করেছেন ৭২.২০ পয়েন্ট নিয়ে। ২০১৪ সালের সোচি শীতকালীন অলিম্পিকে ২০ বছর বয়সী ক্যাটলিন দলগত রৌপ্য জিতেছিলেন। সেই নৈপুণ্যটা এখন আরও ভাল হয়েছে। আগের চেয়ে নিজের উন্নতি ঘটেছে। এ বিষয়ে এ কানাডিয়ান তরুণী বলেন, ‘এখনও কয়েকটি বিষয় আছে যেগুলোতে আমি আশা করছি পরিবর্তন আনতে পারব। সেটা করতে পারলে আমার পারফর্মেন্স হয়তো এখনকার চেয়ে আরও ভাল হবে।’ অবশ্য প্রথমদিনে অন্যরা পিছিয়ে পড়লেও পয়েন্টের ব্যবধানটা যৎসামান্যই। রাশিয়ার এলেনা রেডিওনোভা ৭০.৭৫ পয়েন্ট নিয়ে আছেন দুই নম্বরে। জাপানের মাই মিহারা নিজের মৌসুমসেরা নৈপুণ্য দেখিয়েছেন। তিনি ৬৮.৪৮ পয়েন্ট নিয়ে আছেন তিনে। পুরুষদের বিভাগে দারুণ পারফর্মেন্স দেখিয়েছেন ১৯ বছর বয়সী জিন। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপসে ব্রোঞ্জ জিতেছিলেন এ চাইনিজ তরুণ। স্পাইডারম্যান থিম সঙ্গীতের ছন্দে তিনি নিজেকে প্রদর্শন করে দর্শকদের ও বিচারকদের বিমোহিত করেছেন। তার সবগুলো জাম্প এতটাই ভাল ছিল যে অবিশ্বাস্য পয়েন্ট পেয়েছেন। চলতি মৌসুমে তার সেরা অর্জন ছিল ৭২.৯৩ পয়েন্ট। কিন্তু এদিন তিনি অর্জন করলেন ৯৬.১৭ পয়েন্ট। এ কারণে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকখানিই এগিয়ে গেছেন। ১২.৭০ পয়েন্ট পিছিয়ে থেকে দুই নম্বরে আছেন ইসরাইলের ড্যানিয়েল সামোহিন। যদিও সামোহিন নিজের মৌসুম সেরা ৮৩.৪৭ পয়েন্ট স্কোর করেছেন। সামান্য ভুলে তার পয়েন্ট কিছুটা কাটা পড়েছে এদিন। সে কারণে কানাডার প্যাট্রিক চ্যান তার সামোহিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। ০.০৬ পয়েন্ট পিছিয়ে থেকে চ্যান তিন নম্বরে। তার পয়েন্ট ৮৩.৪১। ট্রিপল এক্সেলে অবতরণের সময় ভারসাম্য ঠিক করতে বরফে হাত ছুঁয়ে দেন চ্যান, তাই পিছিয়ে পড়েন। এবার ফ্রি-স্কেট প্রোগ্রাম নিয়ে অবশ্য দারুণ আত্মবিশ্বাসী জিন। তিনি জানিয়েছেন স্কেট আমেরিকার পর কঠোর পরিশ্রম করেছেন তিনি ফ্রি-স্কেটে নিজের উন্নতির জন্য। এবার সেটা প্রদর্শনের জন্য মুখিয়ে আছেন জিন। ফিগার স্কেটিংয়ের সবচেয়ে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ইভেন্ট আইস ডান্সে কানাডার দুইবারের জাতীয় চ্যাম্পিয়ন ক্যাটিলিন উয়েভার ও এ্যান্ড্রু পোয়ে তাদের মৌসুম সেরা ৭৩৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন প্রথমদিন শেষে। মাত্র ০.৫৫ পয়েন্ট পিছিয়ে আছেন যুক্তরাষ্ট্রের ভাই-বোন জুটি মাইয়া শিবুতানি ও এ্যালেক্স শিবুতানি। তাদের পয়েন্ট ৭৩.২৩।
×