ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুইট বার্তায় খালেদা

নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব আলোচনার ভিত্তি হতে পারে

প্রকাশিত: ০৫:৪৬, ২০ নভেম্বর ২০১৬

নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব আলোচনার ভিত্তি হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন গঠনে গত শুক্রবার যে প্রস্তাব দেয়া হয়েছে তা আলোচনার ভিত্তি হতে পারে বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে খালেদা জিয়ার নিজস্ব টুইটারে এ সংক্রান্ত একটি এ্যাকাউন্ট পোস্ট করা হয়েছে। টুইট বার্তায় খালেদা জিয়া উল্লেখ করেন নিরপেক্ষ ইসি গঠনে আমি বিএনপির প্রস্তাবনা তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারেন। খালেদা জিয়া তাঁর প্রস্তাবনা নিয়ে নিজস্ব এ্যাকাউন্টে টুইট করার পরপরই টুইটের বিষয় নিয়ে বিএনপির চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠান হয়। তিনি টুইটের বিষয়টি উল্লেখ করে বলেন, শনিবার বাংলা ও ইংরেজী ভাষায় খালেদা জিয়া নিজের টুইটার এ্যাকাউন্টে এমন আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার পর টুইটারে খালেদা জিয়া বলেছেন, ‘নিরপেক্ষ ইসি গঠনে আমি বিএনপির প্রস্তাবনা তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারেন। টুইটে খালেদা জানান, নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা আগামী দিনে যথাসময়ে উপস্থাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের কাছে গ্রহণযোগ্য একটি দক্ষ, নিরপেক্ষ ও উপযুক্ত নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়া শুক্রবার তাঁর দলের পক্ষ থেকে এই প্রস্তাবনা উপস্থাপন করেছেন। ঢাকার গুলশানে ওয়েস্টিন হোটেলে বিশিষ্ট নাগরিক, বিদেশী কূটনৈতিক মিশনের সদস্য, সাংবাদিক ও দল-জোটের নেতাদের উপস্থিতিতে উপস্থাপিত এই ফর্মুলায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে। বেগম খালেদা জিয়া বাংলায় তাঁর টুইট বার্তায় বলেছেন, নিরপেক্ষ ইসি গঠনে আমি বিএনপির প্রস্তাবনা তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারেন। বিএনপি চেয়ারপার্সনের ইংরেজী টুইট বার্তায় বলা হয়েছে, আই হ্যাভ প্রেজেন্টেড এ প্ল্যান ফর এ্যান ইফেক্টিভ ইসি. ফর ট্রুলি ফেয়ার পোলস টকস অন দিস বেসিস ক্যান বি ইনিশিয়েটিভ। দি গবর্মেন্ট ক্যান অলসো ইয়ুস দিস অপশন। এতে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবনা উপস্থাপন উপলক্ষে বেগম খালেদা জিয়া আরও বলেছেন যে, নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা আগামীতে যথাসময়ে উপস্থাপন করা হবে। বিএনপি চেয়ারপার্সনের প্রস্তাবনা উপস্থাপনের সঙ্গে সঙ্গে শাসক দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। এরপর শনিবার বেগম জিয়া তাঁর উত্থাপিত প্রস্তাবনাকে আলোচনা শুরুর ভিত হতে পারে বলে টুইট বার্তায় অভিমত ব্যক্ত করেছেন।
×