ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কালকিনিতে বাস পুকুরে ॥ নিহত দুই

প্রকাশিত: ০৪:১০, ২০ নভেম্বর ২০১৬

কালকিনিতে বাস পুকুরে ॥ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৯ নবেম্বর ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়ায় যাত্রীবাহী ঈগল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়ে দুইজন যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২৭ জন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ উপজেলার বিভিন্নস্থানে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। নিহতরা হলেন বরগুনা জেলার ফুলঝুড়ি গ্রামের কামাল উদ্দিন (২৭) ও একই এলাকার জাফর (৩০)। পরে খবর পেয়ে মাদারীপুর ও ফরিদপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও র‌্যাবসহ উদ্ধার কাজ পরিচালনা করেন। এ ঘটনায় ২ ঘণ্টাব্যাপী মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। জানা গেছে, যাত্রীবাহী ঈগল পরিবহনের বাসটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। পান্তাপাড়ায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহযোগিতায় ভেতরে থাকা ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ব্যক্তির লাশ উদ্ধার করে। রাজশাহীতে ট্রাকচাপায় শিশু স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় হৃদয় হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা গেছে, সড়ক পারাপারের সময় বিড়ালদহ এলাকার আবদুল ওহাবের ছেলে হৃদয়কে বালুবাহী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। খুলনায় দুই বাইসাইকেল আরোহী স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, সড়ক দুর্ঘটনায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার আকমানের মোড় এলাকায় বাইপাস সড়কে একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় তারা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন, নগরীর বয়রা এলাকার ভুঁইয়া আব্দুস সালাম (৫৬) ও আহাদ শেখ (৩৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে লাইন বিল পাবলা মাছের ঘের থেকে ভুঁইয়া আব্দুস সালাম ও আহাদ শেখ নিজ নিজ বাইসাইলে করে নগরীর বয়রা এলাকায় তাদের বাড়িতে ফিরছিলেন। বয়রা-রায়েরমহল বাইপাস সড়ক এলাকার আকমানের মোড়ে পৌঁছলে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আহাদ শেখ নিহত এবং আব্দুস সালামকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহত আহাদ শেখ বয়রা এলাকার আব্দুল করিমের ছেলে এবং ভুঁইয়া আব্দুস সালাম একই এলাকার মৃত খায়ের ভূঁইয়ার ছেলে। মাটিরাঙ্গায় স্কুলশিক্ষিকা পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, মাটিরাঙ্গা উপজেলায় বিজিবির গাড়ি চাপায় শিক্ষিকা ফাহিমা বেগম (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা বেগম শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলামের স্ত্রী। নিহত ফাহিমা বেগম দুই কন্যা সন্তানের জননী। পুলিশ জানায়, স্কুল শিক্ষিকা ফাহিমা বেগম সকাল সাড়ে ৯টার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে কর্মস্থল নিউ অযোধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে বিপরীত দিক থেকে আসা বিজিবির একটি থ্রিটন গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে গাড়ির সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়। পটিয়ায় মোটরসাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাটের ব্রাইট কনভেশন হল এলাকায় বাসচাপায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। নিহতের নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২৮)। তার বাড়ি লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায়। এতে আহত হয়েছেন একই এলাকার রুবেল নামের অপর এক যুবক। শনিবার বিকেল সাড়ে ৪টার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীরসহ তার সহযোগী রুবেল চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক হয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছেন। তাদের মোটরসাইকেলটি ব্রাইট কনভেশন হল এলাকায় পৌঁছলে কক্সবাজারমুখী বাস তাদের চাপা দেয়। এ সময় মোটরসাইকেলটি বাসের ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যান। আহত রুবেলকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে মুমূর্ষু অবস্থায় প্রেরণ করেন।
×