ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় লোকনাথ মন্দিরে চুরি

প্রকাশিত: ০৪:০৯, ২০ নভেম্বর ২০১৬

নওগাঁয় লোকনাথ মন্দিরে চুরি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ নবেম্বর ॥ শুক্রবার রাতে পার-নওগাঁ রক্ষা মা কালিতলা বাবা লোকনাথ মন্দিরে তালা ভেঙ্গে এবং মহাদেবপুর সদরের সোনার পট্টিতে কোহিনূর জুয়েলার্সে সিঁদ কেটে চুরি হয়েছে। পৃথক দুটি চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৬০ লক্ষাধিক টাকার মালামাল চুরি গেছে। মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মনোরঞ্জন রায় ও লক্ষণ চন্দ্র সরকার জানান, শুক্রবার রাত ৮টার দিকে সান্ধ্য পুজোর পর তারা মন্দিরে তালা দিয়ে বাসায় যান। শনিবার সকাল ৮টার দিকে এসে মন্দিরের তালা ভাঙ্গা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। চোর লোকনাথ বাবার কপালের সোনার টিপ, গলায় ঝুলানো সোনার তৈরি বেলপাতা ও তুলসী পাতার মালা এবং দানবাক্সের তালা ভেঙ্গে নগদ সাড়ে ৮ হাজার টাকা নিয়ে যায়। এতে নগদ টাকাসহ ৩০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানানো হয়। অপরদিকে মহাদেবপুরের কোহিনুর জুয়েলার্সের স্বত্বাধিকারী আতিকুর রহমান জানান, শুক্রবার রাত ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান তালা বন্ধ করে বাসায় যান। শনিবার সকালে তিনি দোকান খোলার পর দেখতে পান পার্শ্ববর্তী অপর স্বর্ণ দোকানের পেছনের ইটের দেয়াল কেটে ওই দোকানে ঢুকে তার এ ব্যবসা প্রতিষ্ঠানের একটি সিন্দুক ভেঙ্গে চুরি করা হয়েছে। মা সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ নবেম্বর ॥ শনিবার বেলা ১১টায় ধামইরহাটে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান্নোয়নে মা সমাবেশ ও নবান্নোৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ। মা সমাবেশে প্রায় দুই শতাধিক মা অংশগ্রহণ করেন। ইঁদুরের যম হান্নান নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৯ নবেম্বর ॥ আব্দুল হান্নান এলাকায় ইঁদুর হান্নান নামে পরিচিত। সকলেই তাকে চেনেন ইঁদুরের যম ইঁদুর হান্নান নামে। বয়স ৪৫ বছর। তিনি বিভিন্ন রকমের ইঁদুর মারার যন্ত্র আবিষ্কার করেছেন। ইঁদুর মেরে পেয়েছেন জাতীয় পুরস্কার। এবার তিনি ইঁদুর মারার কাঠি আবিষ্কার করে বিনামূল্যে বিতরণ করছেন। এ কাঠি ইঁদুরের গর্তে বা ঘরে রাখলে ইঁদুর তাতে কামড় দিলে সঙ্গে সঙ্গে মরে যাবে। ইঁদুর ফসল খেয়ে মানুষের ক্ষতি করে। সেজন্য ইঁদুর মারা শুরু করেন হান্নান। আব্দুল হান্নানের বাড়ি সদর উপজেলার বড়খড়ি গ্রামে। পেশায় একজন রিক্সাভ্যান মিস্ত্রি। সদর উপজেলার কাটাখালী বাজারে তার ছোট একটি দোকান।
×