ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রেকর্ড দামে বিক্রি মনরোর গাউন

প্রকাশিত: ০৫:৩৫, ১৯ নভেম্বর ২০১৬

রেকর্ড দামে বিক্রি  মনরোর গাউন

মৃত্যুর অর্ধশতক পরেও বিশ্বের সৌন্দর্যপিয়াসীদের মনে হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো সমান জায়গা করে আছেন। সৌন্দর্য ও মেধা দিয়ে ৬০-এর-দশক হলিউড কাঁপিয়েছেন তিনি। তাকে নিয়ে বর্তমান প্রজন্মেরও আগ্রহের শেষ নেই। এ কথার ফের প্রমাণ মিলল। বৃহস্পতিবার মনরো পরিহিত একটি গাউন রেকর্ড দামে বিক্রি হয়েছে। নিলাম শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যে ৪৮ লাখ ডলার দিয়ে এটি কিনে নেয় এক ক্রেতা। জনপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬২ সালে নিজের জন্মদিন উপলক্ষে মনরোকে এই স্বচ্ছ গাউনটি দিয়েছিলেন। এই গাউন পরেই মনরো কেনেডির ৪৫তম জন্মদিনের উইশ করেন। ম্যাডিসন স্কয়ারে আয়োজিত কেনেডির জন্মদিনের অনুষ্ঠানে দাঁড়িয়ে ভুবনমোহিনী কণ্ঠে জন্মদিনের গান গেয়ে উপস্থিতদের তাক লাগিয়ে দেন মনরো। পোশাকটি পরার পর মনরোর বুকের পাঁজর স্পষ্ট দেখা যাচ্ছিল। বৃহস্পতিবার বিশ্বের প্রখ্যাত নিলামঘর জুলিয়ান অকশন বেভারলি হিলসে এই নিলামের আয়োজন করে। আয়োজকরা প্রথমে মনে করেছিলেন পোশাকটি হয়ত ২৩ লাখ ডলারে বিক্রি হতে পারে। কিন্তু এই পোশাকটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে লাফিয়ে দাম বাড়তে থাকে। একপর্যায়ে একজন ক্রেতা ৪৮ লাখ ডলারে পোশাকটি লুফে নেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শৌখিন ক্রেতা বলেন, পোশাকটিতে যৌন দেবী মেরিলিন মনরোর শরীরের ছোঁয়া রয়েছে। এটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। জুলিয়ান অকশনের প্রধান নির্বাহী ডারেন জুলিয়ান বলেন, মার্কিন ইতিহাসে এটি বিরল ঘটনা। কারণ এর আগে কোন মার্কিন প্রেসিডেন্টের বান্ধবী এভাবে মঞ্চে দাঁড়িয়ে জন্মদিনের গান গাননি। তাই এই পোশাকটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। পোশাকটিতে হাতের সাহায্যে দুই হাজার ৫শটি কাঁচের টুকরো বসানো হয়। পোশাকটি এতটা আটাঁসাঁট ছিল যে এটি পরার পর মনরোর শরীর স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই পোশাক পরার তিনমাস পর মারা যান মনরো। আর একই ঘটনার এক বছর পর নিহত হন জন এফ কেনেডি। -এএফপি অবলম্বনে।
×