ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রকাশিত: ০৬:২০, ১৮ নভেম্বর ২০১৬

গোবিন্দগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ নবেম্বর ॥ ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামার সংলগ্ন সাপমারা ইউনিয়নের মাদারপুর এলাকা পরিদর্শন করেছেন। তিনি গত ৬ নবেম্বর ইক্ষু খামারে লুটপাট, অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্তদের অবস্থা ঘুরে ঘুরে দেখেন এবং তাদের খোঁজখবর নেন। দুই আদিবাসীর জামিন মঞ্জুর ॥ গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারে হামলা ও সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া আদিবাসী বিমল কিসকু ও চরণ সরেনকে জামিন দিয়েছে গোবিন্দগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বৃহষ্পতিবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সম্পাদক এ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন তাদের জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।
×