ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কার্যকর হলে মামলা জট কমবে ॥ মোজাম্মেল

প্রকাশিত: ০৬:২০, ১৮ নভেম্বর ২০১৬

কার্যকর হলে মামলা জট কমবে ॥ মোজাম্মেল

স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন বলেছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যকর হলে মামলা জট কমবে। পুঞ্জিভূত মামলা থেকে বিচারপ্রার্থীদের নিষ্কৃতি দিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির কোন বিকল্প নেই। এই পদ্ধতি কার্যকরের মাধ্যমে দেওয়ানি মামলা নিরসন করা সম্ভব হলে আদালতের মামলা জট কমবে। তিনি বলেন, দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হলেও তা কার্যকর প্রয়োগ নেই। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট এ্যান্ড পিস ফর বাংলাদেশের এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রধান এ্যাডভোকেট মনজিল মোরশেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বত্তৃতা করেন, আপীল বিভাগের সাবেক সভাপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সাবেক প্রধান বিচারপতি বলেন, আমি আশাকরি বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ব্যবহার করে বিচারক ও আইনজীবীরা মামলাজট কমাতে ভূমিকা রাখবে। গণতন্ত্রের সুষ্ঠু চর্চা, আইনের শাসন রক্ষায় যে যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করলে গণতন্ত্রের ভিত মজবুত হবে। কতিপয় আইনজীবী সংঘবব্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় মানবাধিকার রক্ষা করা, অসহায় মানুষদের সহায়তা, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। আপীল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের কার্যকর ভূমিকার কারণে ঢাকার চারপাশের নদ-নদী অবৈধ দখলদারের হাত থেকে অনেকাংশে উদ্ধার করা গেছে।
×