ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্জাক

’১৯ সালের নির্বাচনেও আওয়ামী লীগ সরকার গঠন করবে

প্রকাশিত: ০৯:৪১, ১৬ নভেম্বর ২০১৬

’১৯ সালের নির্বাচনেও আওয়ামী লীগ সরকার গঠন করবে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৫ নবেম্বর ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করার দায়িত্ব রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি যাদের নির্বাচন কমিশনে নিয়োগ দিবেন, তাদের বাংলাদেশ আওয়ামী লীগ সাদরে গ্রহণ করবে। নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবে। আগামী ২০১৯ সালের নির্বাচনে অপশক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। শেখ হাসিনার নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে একযোগে কাজ করে যাব। তিনি মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। ধনবাড়ীর সন্তান আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং শামসুন্নাহার চাঁপা শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সংবর্ধিত আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা। অনুষ্ঠানে টাঙ্গাইল ছাড়াও ময়মনসিংহ ও জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন।
×