ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ॥ মুক্তিযোদ্ধা ১-১ ব্রাদার্স

মুক্তিযোদ্ধা-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ ড্র

প্রকাশিত: ০৬:২০, ১৬ নভেম্বর ২০১৬

মুক্তিযোদ্ধা-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ উভয় দলই জিতলে তারা পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের উত্তরণ ঘটাতে পারতো। ওপরে উঠতে পারতো কমপক্ষে দুই ধাপ। কিন্তু কোনটাই হয়নি। কেউ কাউকে হারাতে পারেনি। কোন লাভও হয়নি। ফলে দু’দলের অবস্থান আগে যা ছিল তাই আছে। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। মঙ্গলবার ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচের প্রথমার্ধে মুক্তিযোদ্ধা এগিয়ে ছিল ১-০ গোলে। লীগের প্রথমপর্বে উভয় দলের মোকাবেলায় মুক্তিযোদ্ধা জিতেছিল ২-০ গোলে। নিজেদের চতুর্দশ ম্যাচে এটা দুইবারের লীগ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধার পঞ্চম ড্র। ২০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে আগের ষষ্ঠ স্থানেই। পক্ষান্তরে সমান ম্যাচে এটা দুইবারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্সের ষষ্ঠ ড্র। ১৮ পয়েন্ট নিয়ে তারাও আছে আগের সপ্তম স্থানে। ড্র হলেও ম্যাচে বেশি প্রাধান্য বিস্তার করে খেলে ব্রাদার্সই। শতকরা ৭০ ভাগই বল নিয়ন্ত্রণ ছিল তাদের। প্রথম মিনিটেই গোলের সুযোগ পায় গোপীবাগের দলটি। কিন্তু হাইতিয়ান মিডফিল্ডার অগাস্টিন ওয়ালসনের শট অল্পের জন্য জড়ায়নি জালে। ১০ মিনিটে অগাস্টিন ওয়ালসনের পাসে বল পেয়ে দূরপাল্লার শট নেন নাইজিরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে। বল চলে যায় মাঠের বাইরে। ১৭ মিনিটে কর্নার থেকে জটলায় বল পেয়ে হেড নেন এনকোচা। লাফিয়ে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দলকে বিপদমুক্ত করেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক মামুন খান। ম্যাচে খেলার ধারার বিরুদ্ধে ২৭ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাদার্স। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে ব্রাদার্সের বক্সে ঢুকে পড়েন মুক্তির ফরোয়ার্ড জাভেদ খান। সুবিধাজনক অবস্থানে থাকলেও নিজে শট না নিয়ে বল পাস দেন সতীর্থ নাইজিরিয়ান মিডফিল্ডার সিমনকে। ডান পায়ের চমৎকার প্লেসিং শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি (১-০)। ৪১ মিনিটে ডানপ্রান্ত থেকে চমৎকার কৌনিক ভলি নেন অগাস্টিন। তবে বল আয়ত্তে নিয়ে দলকে আবারও বাঁচান মামুন খান। ৫১ মিনিটে অল্পের জন্য গোল খাওয়ার হাত থেকে বেঁচে যায় মুক্তিযোদ্ধা। তাদের বক্সে ঢুকে এনকোচার করা কৌনিক হেডটি জালে ঢুকেই যাচ্ছিল। গোললাইনের খুব কাছ থেকে শুয়ে পড়ে পা দিয়ে বল বাইরে পাঠিয়ে দলকে রক্ষা করেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার তানভির রানা। ৭৫ মিনিটে মুক্তিযোদ্ধার বক্সের বাইরে থেকে সতীর্থ খেলোয়াড়দের উদ্দেশে বল পাঠান ওয়ালসন। এগিয়ে গিয়ে বক্সে নিজেই বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের অসাধারণ কৌনিক শটে বল জালে জড়িয়ে দেন তিনি (১-১)। চলমান লীগে এটা ওয়ালসনের দশম গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যা তিন নম্বরে। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ড্র করে মাঠ ছাড়ে দুই দল। এই ম্যাচ দিয়ে শেষ হলো ময়মনসিংহ ভেন্যুর ম্যাচ। দু’দিন বিরতি দিয়ে আগামী ১৮ নবেম্বর থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
×