ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বানরের কোকপ্রীতি

প্রকাশিত: ০৫:৪৬, ১৬ নভেম্বর ২০১৬

বানরের কোকপ্রীতি

ভিয়েতনামের মাঙ্কি আইল্যান্ড। ভিয়েতনামের উত্তরাঞ্চলের ক্যাট ব্যা আইল্যান্ড উপকূলের অদূরে এর অবস্থান। পর্যটকরা এর সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান সেখানে। মাঙ্কি আইল্যান্ডে আনন্দ যেমন আছে তেমনি মধুর বিড়ম্বনাও আছে। সম্প্রতি একটি বানর এক পর্যটকের কোকা কোলার ক্যান চুরি করে নিয়ে সোজা উঠে যায় গাছে। এর পরের দৃশ্যগুলো পর্যটকদের ভিডিও ক্যামেরায় ধরা পড়ে। বানরটি ঠিক মানুষের মতোই কোকের ক্যানের মুখ খুলে ফেলে এবং মানুষের মতোই ঢোক গিলে গিলে খেতে থাকে। মাঙ্কি আইল্যান্ডের কর্তৃপক্ষ পর্যটকদের সতর্ক করে দেয়- যাতে তারা বানরদের কিছু খেতে না দেয়। তবে সেখানকার বানররা চুরিবিদ্যায় বেশ পটু। পর্যটকরা একটু বেখেয়াল হলেই তাদের খাবার ও পানীয় খোয়া যায়। - ইউপিআই
×