ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শরণখোলায় বেড়ি বাঁধে ধস ॥ আতঙ্ক

প্রকাশিত: ০৩:৫৭, ১৬ নভেম্বর ২০১৬

শরণখোলায় বেড়ি বাঁধে ধস ॥ আতঙ্ক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন সাউথখালী ইউনিয়নের বগী নতুন গেটসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধ সোমবার রাতে বলেশ্বর নদীতে ধসে গেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণকাজ চলার মধ্যেই এমন ধসের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে পূর্ণিমার জোয়ারে ওই এলাকার বগী, চালিতাবুনিয়া, দক্ষিণ সাউথখালী, বুকলতলা, খুড়িয়াখালী গ্রাম প্লাবিত হবে। ভরা পূর্ণিমায় বলেশ্বর নদের জোয়ারে এ গ্রামগুলোর শত শত ঘরবাড়ি, মাছের ঘের, পুকুর এবং কয়েক হাজার একর জমির আমন ফসল ভেসে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, চায়না কোম্পানির বাঁধ নির্মাণের কাজ চলার সময় বাঁধের বিশাল অংশ নদীতে ধসে যেতে থাকে মুহূর্তের মধ্যে প্রায় ৩০০ মিটার বাঁধ নদীতে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এমন ধস আমরা আগে কখনও দেখিনি। দ্রুত বিকল্প ব্যবস্থায় বাঁধ নির্মাণ করা না হলে রাতে পূর্ণিমার জোয়ারেই ক্ষেতের আমন ধান, ঘরবাড়ি, মাছের ঘের, পুকুর সবই ভেসে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বগী ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত বলেন, এমন ভয়াবহ বাঁধ ধস আমাদের এলাকায় এই প্রথম দেখলাম। প্রলয়ঙ্করী সিডরেও এমন ধসের ঘটনা ঘটেনি। বাঁধ ধস সাউথখালীর মানুষের মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি বলেন, নদী শাসন না করেই চায়না কোম্পানি বাঁধ নির্মাণকাজ শুরু করেছে। এতে বাঁধ টেকসই হবে কি-না সে আশঙ্কা দেখা দিয়েছে। ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি ॥ জামায়াত নেতার ছেলে গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৫ নবেম্বর ॥ ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় মাগুরার মহম্মদপুর উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম আকবরের ছেলে এনজিও কর্মী আহমেদ সবুজকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তাকে মঙ্গলবার দুপুরে আদালত চালান দেয়া হয়েছে। গ্রেফতারকৃত সবুজ আহমদের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলা সদর কলেজ পাড়ায়।
×