ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, আতঙ্কে পাক ক্রিকেটাররা

নির্ধারিত সময়ে ক্রাইস্টচার্চ টেস্ট

প্রকাশিত: ০৬:১৩, ১৫ নভেম্বর ২০১৬

নির্ধারিত সময়ে ক্রাইস্টচার্চ টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ একবার কল্পনা করুণ ঢাকা, দিল্লী বা কলম্বোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প হলে কী পরিস্থিতি হতো! জীবনযাত্রা স্বাভাবিক হতেই দীর্ঘ সময় লেগে যেত। ক্ষয়-ক্ষতি তো অকল্পনীয়। কিন্তু ওই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে গোটা নিউজিল্যান্ড কেঁপে ওঠার পরও বৃহস্পতিবার নির্ধারিত সময়ে মাঠে গড়াবে ক্রাইস্টচার্চ টেস্ট। উন্নত দেশ বুঝি একেই বলে! যেখানে কিউইদের প্রতিপক্ষ সফরকারী পাকিস্তান। ভূমিকম্প সবচেয়ে বেশি আঘাত করেছে যে ক্রাইস্টচার্চে সেখানেই হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (্এনজেডসি) বরাত দিয়ে এ খবর নিশ্চিত করা হয়েছে। তবে এক দিনের ব্যবধানে দুই বারের ভূমিকম্পে অতিথি পাকিস্তানী ক্রিকেটার ও কর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিম বারি বলেন, ‘হোটেলে খেলোয়াড়েরা যে যার মতো সময় কাটাচ্ছিল। অনেকেই টেলিভিশনে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ? দেখছিল। এমন সময় পুরো হোটেল কেঁপে ওঠে। হোটেলের জানালা-দরজা সব কাঁপতে থাকে। প্রথমে বেশ ভয় পেয়ে গেলেও পরে হোটেলের কর্মচারীদের সাহায্যে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় গোটা দল। এটি ছিল ভয়াবহ এক অভিজ্ঞতা।’ রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহর। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে নিয়েলসেনের প্রস্তুতি ম্যাচটিও একটি হতাশাজনক অভিজ্ঞতা পাকিস্তান দলের জন্য। তিন দিনের ম্যাচে বৃষ্টির কারণে খেলা হয়নি এক ওভারও। রবিবার ভূূমিকম্পের দিন তাই মাঠে না গিয়ে হোটেলে বিশ্রাম করে সময় কাটছিল অতিথিদের। সাত তলায় থাকার কারণে ভূমিকম্পের ভয়াবহতাটা যেন বেশি করেই টের পেয়েছেন তারা। কোচ মিকি আর্থার বলেন, ‘খেলোয়াড়েরা খুব ভয় পেয়ে গেছে। আতঙ্কে অনেকে গত রাতে নিজেদের ঘরেও ঘুমায়নি।’ ভয়াবহ এই ভূমিকম্পের পর ক্রাইস্টচার্চে টেস্ট ম্যাচটি আদৌ হতে পারবে কিনা, এ নিয়ে সন্দেহ ছিল। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়েই মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। শীর্ষে স্মিথ ও অশ্বিন স্পোর্টস রিপোর্টার ॥ নতুন প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ও বোলিংয়ে ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডার তালিকাতেও শীর্ষে অশ্বিন। ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ এগিয়ে দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। একধাপ নেমে গিয়ে তাকে জায়গা করে দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। চার নম্বরে পাকিস্তাানের ইউনূস খান। চার ধাপ পিছিয়ে পাঁচ থেকে নয় নম্বরে নেমে গেছেন ভারতের আজিঙ্কা রাহানে। তার জায়গা পূরণ করেছেন প্রোটিয়া তারকা হাশিম আমলা। বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে দুইয়ে আছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ।
×