ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

স্পেন-ইতালির আয়েসি জয়

প্রকাশিত: ০৬:২৩, ১৪ নভেম্বর ২০১৬

স্পেন-ইতালির আয়েসি জয়

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে সহজ জয় পেয়েছে স্পেন ও ইতালি। ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ী স্পেন ৪-০ গোলে হারিয়েছে মেসিডোনিয়াকে। লা রোজাদের মতো ইতালির জয়টাও একই ব্যবধানের। আজ্জুরিরা এদিন লিখটেনস্টেইনকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। তবে দুর্ভাগ্য বেল-রামসিদের। ইউরোতে চমক দেখান ওয়েলস এদিন সার্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে। এর আগে শনিবার দিনের প্রথম ম্যাচে ভিয়েনায় স্বাগতিক অস্ট্রিয়াকে ১-০ গোলে পরাজিত করে বিস্ময় সৃষ্টি করেছে আয়ারল্যান্ড। চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আইরিশরা। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সার্বিয়া। আর ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গ্যারেথ বেলের ওয়েলস। অথচ কার্ডিফে এদিন ম্যাচ শুরুর ৩০ মিনিটেই গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় ওয়েলস। কিন্তু আলেকসান্দার মিত্রোভিচের ৮৬ মিনিটের গোলে স্বাগতিকদের জয় বঞ্চিত করে সার্বিয়া। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা বেল বলেন, ‘এটা সত্যিই হতাশাজনক। আমরা তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চেয়েছিলাম। নিজের মাঠে খেলা, তার ওপর ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকা। এমন পরিস্থিতিতে এভাবে দুই পয়েন্ট হারানোটা সত্যিই হতাশার।’ যদিও ওয়েলস কোচ ক্রিস কোলম্যান অবশ্য এই ফলাফলে ততটা হতাশ নয়। বরং এই ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যাবার পক্ষে মত দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে কোলম্যান বলেন, ‘আয়ারল্যান্ডের থেকে আমরা মাত্র চার পয়েন্ট পিছনে রয়েছি। তাদের বিপক্ষে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। আমাদের সামনে অনেক বড় সুযোগ রয়েছে। তবে আজকে আমাদের ৩ পয়েন্ট পাওয়া উচিত ছিল। এই নিয়ে টানা তিন ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ওয়েলস। সার্বিয়ান অধিনায়ক ব্রানিসøাভ ইভানোভিচ বলেছেন, নিজেদের পারফর্মেন্সে আমরা গর্বিত। আমরা সঠিক পথেই আছি। এক পয়েন্ট নিয়েই আমরা খুশি।’ এদিকে ভিয়েনায় বিরতির তিন মিনিট পর জেমস ম্যাকক্লিনের গোলে জয় নিশ্চিত হয়েছে আইরিশদের। ম্যাচ শেষে আইরিশ কোচ মার্টিন ও’নেইল বলেন, ‘ম্যাচটি সত্যিই কঠিন ছিল। কিন্তু এটা আমাদের জন্য অসাধারণ শুরু। ১০ পয়েন্ট নিয়ে আমরা দারুণ খুশি।’ গ্রুপ ‘জি’তে স্পেন ও ইতালীয় উভয়ই নিজেদের জয়ের ধারা বজায় রেখে বেশ ভালভাবেই এগিয়ে চলেছে। চার ম্যাচ শেষে উভয়ের সংগ্রহে ১০ পয়েন্ট। গ্রানাডাতে মেসিডোনিয়ার ডারকো ভালকোস্কির ৩৪ মিনিটের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল স্প্যানিশরা। এর পর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভোতোলো। ৮৩ ও ৮৫ মিনিটে পরপর দুই গোল করে নাচো মনরিয়াল ও অভিজ্ঞ স্ট্রাইকার আরিজ আদুরিজ দলের বড় জয় নিশ্চিত করেন। লিচেনস্টেইনে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ১১ ও ৪৪ মিনিটে আনফ্রে বেলোত্তি দুই গোল করেন। তবে ইমোবিলে ও এন্টোনিও কানড্রেভা দুই গোল করলে বিরতির আগেই ইতালি ৪-০ ব্যবধানে এগিয়ে যায়। এই গ্রুপের অপর ম্যাচে তিরানায় আলবেনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইসরাইল। আই গ্রুপে আইসল্যান্ড তাদের ইউরো সাফল্য ধরে রাখতে পারেনি। ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে। এর ফলে লীগ টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ক্রোয়েশিয়া। ঘরের মাঠ আনতালিয়াতে কোসোভোকে ২-০ গোলে হারিয়েছে তুরস্ক। এছাড়া জর্জিয়া-মোলদোভার ম্যাচটিও ড্র হয়। এই দুই দলের বাছাইপর্বের বাধা পেরনোর আশা প্রায় শেষ। কেননা এখন পর্যন্ত তলানিতে অবস্থান করছে এই দুই দল। মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে মোলদোভা। আর ২ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে জর্জিয়া। ২০১৪ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতে জার্মানি। ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া। বিশ্বকে সফল একটি আয়োজন উপহার দিতে মরিয়া তারা।
×