ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাঁওতালদের পুনর্বাসন

প্রকাশিত: ০৬:০৯, ১৪ নভেম্বর ২০১৬

সাঁওতালদের পুনর্বাসন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ নবেম্বর ॥ সাহেবগঞ্জ ইক্ষু খামারের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত সাঁওতাল পরিবারের পুনর্বাসন ও ত্রাণ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ রোববার আইনশৃক্সক্ষলা কমিটির সভায় এ তথ্য জানান। এজন্য ৬ মে. চাল এবং ৫০ হাজার টাকা জরুরী ত্রাণ বরাদ্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ১শ’ ৫০টি পরিবারের মধ্যে এই ত্রাণ প্যাকেজে খাদ্য সহায়তা বাবদ চাল, ডাল, তেল ও আলু প্রদান করা হয়। এছাড়া গৃহহীন ছিন্নমূল সাঁওতাল পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্যে গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় ১০ একর খাস জমি বরাদ্দ করা হয়েছে। যেখানে তাদের মাথা গোঁজার ঠাঁই করে দেয়া হবে।
×